করোনায় আক্রান্ত দাদা স্নেহাশিস, হোম কোয়ারেন্টাইনে সৌরভ-সহ গোটা পরিবার

কিছুদিন আগেই নৃত্যশিল্পী মোম গাঙ্গুলি এবং তাঁর মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তখনই সামাজিক মাধ্যমে গুজব রটতে শুরু করে যে, তাঁর স্বামী এবং সৌরভ গাঙ্গুলির ভাই স্নেহাশিস গাঙ্গুলিও করোনা আক্রান্ত। তবে সে খবর নিজেই অস্বীকার করেছিলেন স্নেহাশিস। তাছাড়া মোম গাঙ্গুলির সঙ্গে তাঁর দীর্ঘ বিচ্ছিন্নতার খবরও জানিয়েছিলেন। কিন্তু গতকাল লালারস পরীক্ষার ফলাফলে দেখা যায় সত্যিই করোনা ভাইরাস থাবা বসিয়েছে তাঁর শরীরে।

বিগত কয়েকদিন ধরেই নিয়মিত জ্বরে ভুগছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব স্নেহাশিস। রোজ রাতেই তাপমাত্রা থাকছিল ৯৯ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে। আর তাই চিকিৎসকের পরামর্শে বুধবার তাঁর লালারস পরীক্ষা করা হয়। রাতে রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ।

স্নেহাশিসের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেইসঙ্গে আইসোলেশনে আছেন সৌরভ গাঙ্গুলি সহ পরিবারের সকল সদস্য। গত ৮ জুলাই সৌরভ গাঙ্গুলির জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আত্মীয়। তাঁদের কার কার সংস্পর্শে এসেছেন স্নেহাশিস, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

সৌরভ গাঙ্গুলির শরীরে এখনও সংক্রমণের কথা জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি তাঁরও পরীক্ষা করা হবে। এদিকে আগামীকাল বিসিসিআই-এর অ্যাপেক্স কমিটির মিটিং। সম্ভবত ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই মিটিং-এ উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ। বাঙালির প্রিয় এই পরিবারের প্রত্যেকের জন্যই দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন
রাজ্যে করোনা-আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩০ হাজারে, একদিনে আক্রান্ত ১৫০০

Powered by Froala Editor

আরও পড়ুন
উদ্দেশ্য দিনে লক্ষাধিক করোনা টেস্ট, সুইডেন থেকে বিশেষ যন্ত্র আসছে রাজ্যে