করোনায় আক্রান্ত অমিতাভ বচ্চন! ভর্তি হয়েছেন হাসপাতালে

গতকালই সপরিবারে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন কোয়েল মল্লিক। তবে এই রাত্রিবেলা তার থেকেও বড়ো খবর চমকে দিল গোটা ভারতকে। করোনায় আক্রান্ত হয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন। নিজেই টুইট করে জানিয়েছেন এই কথা।

অমিতাভ জানিয়েছেন, করোনা টেস্টে তাঁর রিপোর্ট পজেটিভ এসেছে। আর তারপরেই মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এখন অপেক্ষা পরিবারের অন্যান্য সদস্যদের টেস্টের রিপোর্টের।

পাশাপাশি টুইটে একটি অনুরোধও রেখেছেন অমিতাভ। গত দশদিনে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদের সকলকে করোনা টেস্ট করতে বলেছেন বিগ বি।

এই খবর পেয়ে স্বভাবতই মুষড়ে পড়েছেন অগনিত ভক্ত। আরোগ্যকামনায় ভেসে যাচ্ছে তাঁর টুইটার। প্রসঙ্গত, কয়েকদিন আগেই সুজিত সরকারের পরিচালনায় ‘গুলাবো সিতাবোঁ’ চলচ্চিত্রে মনকাড়া অভিনয় করেছেন অমিতাভ। সেই জাদুতেই যখন বুঁদ সকলে, তখন এমন খবর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে সকলের। ৭৭ বছর বয়সী অভিনেতা কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, সেই প্রতীক্ষাতেই এখন প্রহর গুনছেন অমিতাভের বিশ্বজোড়া গুণগ্রাহীরা...

Powered by Froala Editor

আরও পড়ুন
উদ্দেশ্য দিনে লক্ষাধিক করোনা টেস্ট, সুইডেন থেকে বিশেষ যন্ত্র আসছে রাজ্যে

More From Author See More

Latest News See More