শিয়ালদা স্টেশনে বদলে যাচ্ছে প্ল্যাটফর্মের নম্বর, বাতিল আগেকার যাবতীয় হিসেব

প্রতিদিন কয়েক লক্ষ যাত্রীর ভিড়, অফিসফেরতা নিত্যযাত্রীদের হুড়োহুড়ি, এই নিয়ে পূর্ব ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদা জংশন। লকডাউনের জন্য এখন অবশ্য শুনশান। কিন্তু মাস চারেক আগে প্রায়ই প্ল্যাটফর্ম খুঁজে পেতে সমস্যায় পড়তেন যাত্রীরা। কারণ তিনটি শাখা মিলিয়ে মোট ২১টি প্ল্যাটফর্মের অস্তিত্ব থাকলেও সংখ্যা ছিল ১৪এ অবধি। আর প্ল্যাটফর্মগুলো এভাবে চিহ্নিত থাকায় ডিসপ্লে বোর্ডে ট্রেনের খবর দেখে সঠিক জায়গায় ছুটে যাওয়াটা ছিল বেশ কঠিন। এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের নাম্বার বদল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবং ইতিমধ্যে সেই কাজ খানিকটা এগিয়েও গিয়েছে।

বর্তমান হিসাব অনুযায়ী শিয়ালদা স্টেশনে ২১ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম থাকবে। নতুন হিসাব অনুযায়ী ৪এ হতে চলেছে ৫ নম্বর প্ল্যাটফর্ম। এরপর ৫, ৬, ৭ এবং ৮ নম্বর প্ল্যাটফর্ম হবে যথাক্রমে ৬, ৭, ৮ এবং ৯ নম্বর। ৯ নম্বর প্ল্যাটফর্ম হবে ১০ নম্বর, ৯এ ১১ নম্বর, ৯বি ১২ নম্বর এবং ৯সি ১৩ নম্বর। এছাড়া ৯ডি অর্থাৎ ইয়ার্ড প্ল্যাটফর্মটি ১৪ নম্বর প্ল্যাটফর্ম হিসাবে চিহ্নিত হবে। একইভাবে ১০এ হবে ১৫ নম্বর প্ল্যাটফর্ম এবং ১৪এ হবে ২১ নম্বর প্ল্যাটফর্ম। অর্থাৎ নতুন ম্যাপ অনুযায়ী শিয়ালদা উত্তর শাখায় থাকবে ৫ নম্বর প্ল্যাটফর্ম, পরের ৯টি শিয়ালদা মেন শাখায় এবং শেষ ৭টি প্ল্যাটফর্ম শিয়ালদা দক্ষিণ শাখায়।



পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তীর কথায়, বিশেষ করে নিত্যযাত্রীদের সুবিধার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাড়াহুড়োর সময় প্ল্যাটফর্ম সংখ্যার দিকে তাকাতেন না অনেকেই। এবার সেই সমস্যা অনেকটাই মিটবে। ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার প্রভাস দানশানার কথাতেও একই সুর। প্রায় ২৫ লক্ষের কাছাকাছি যাত্রী শিয়ালদা রেল স্টেশনের উপর নির্ভরশীল। তাই তাঁদের সুবিধার দিকে নজর রাখতে হবে রেল কর্তৃপক্ষকেই।

ইতিমধ্যে প্রতিটি প্ল্যাটফর্মে বসে গিয়েছে নতুন নম্বর প্লেট। ডিসপ্লে বোর্ডেও পরিবর্তন করা হয়ে গিয়েছে। কেবল পাবলিক অ্যাড্রেস সিস্টেমে পরিবর্তন করলেই পুরো ব্যবস্থা সম্পূর্ণ হবে। আর লকডাউন কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হওয়ার আগেই সেই কাজ সেরে ফেলা যাবে বলে জানিয়েছেন আধিকারিকরা। তাই প্রথম দিন থেকেই নতুনভাবে শিয়ালদা স্টেশনকে দেখতে পাবেন যাত্রীরা। তখন আবার পুরনো ম্যাপ অনুযায়ী ট্রেন খুঁজতে গিয়ে হোঁচট খাবেন না যেন!

Powered by Froala Editor

আরও পড়ুন
জুলাই থেকেই চালু হতে পারে লোকাল ট্রেন, অপেক্ষা রাজ্যের অনুমতির