চিংড়িঘাটা ব্রিজে ফাটল, আরও সাতটি ব্রিজ দ্রুত মেরামতির সিদ্ধান্ত পুরদপ্তরের

দীর্ঘ লকডাউনের পর সচল হচ্ছে কলকাতা। আর তার মধ্যেই শহরে আবার প্রকট হল ব্রিজ-আতঙ্ক। ফাটল দেখা দিল কলকাতার অন্যতম ফ্লাইওভার চিংড়িঘাটায়। এছাড়াও বেহাল অবস্থা আরো সাতটি ব্রিজের, জানাল পুরদপ্তর।

সম্প্রতি বিশেষজ্ঞের একটি দল স্বাস্থ্য পরীক্ষা করে কলকাতার ব্রিজগুলির। আর তার রিপোর্টেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের মোট আটটি ফ্লাইওভারের অবস্থাই বেশ খারাপ। যার মধ্যে রয়েছে শিয়ালদহ, চিংড়িঘাটা, বিজন সেতু, অরবিন্দ সেতু, উল্টোডাঙা, বাঘাযতীন, কালীঘাট এবং টালিগঞ্জ।

চিংড়িঘাটা উড়ালপুলে ফাটল দেখা দেওয়ায় চিন্তা বেড়েছে প্রশাসনের। তারসঙ্গেই আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। চিংড়িঘাটা থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যে অন্যতম সংযোগস্থাপন করে এই উড়ালপুলটি। উল্লেখ্য, গতবছরই ফাটল দেখা দিয়েছিল এই ফ্লাইওভারে। মেরামত করেই চলছিল এতদিন। তবে লকডাউন-পরবর্তী সময়ের শুরুয়াতেই এই ফাটল ধরা পড়া, একদিকে শাপে বর হয়েছে। কারণ এই সময় সাধারণের থেকে যানবাহন অনেকটাই কম। বন্ধ স্কুল, কলেজ। চাপ কম অফিসগুলিতেও। চিংড়িঘাটা থেকে আরও একটি নতুন ফ্লাইওভার তৈরির কাজ চলছে। সূত্রের খবর, সেটি সম্পূর্ণ হতে এখনো বছর দুয়েক সময় লাগবে। ততদিন এই ব্রিজের ওপরেই ভরসা করতে হবে জনগণকে।

রিপোর্টের ভিত্তিতেই দ্রুত সারাইয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। জানিয়েছেন ৫টি উড়ালপুল মেরামতির মাধ্যমেই আবার ব্যবহারযোগ্য করে তোলা যাবে। তবে কালীঘাট ব্রিজ ৫০ বছরের পুরনো হওয়ায় চিন্তা বাড়াচ্ছে কেএমডিএ-র। অন্যদিকে বাঘাযতীনে রেললাইনের উপর দিয়ে যাওয়া ব্রিজের অবস্থাও খুব একটা ভালো না। দুটি ক্ষেত্রেই পুরনো পরিকাঠামো বদল করে নতুন প্রযুক্তিতে ভারবহন ক্ষমতা বাড়ানো হবে।

Powered by Froala Editor