পৃথিবী থেকে দূরত্ব ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ, সন্ধান পাওয়া গেল দূরতম গ্যালাক্সির

আমাদের মহাবিশ্বের ইতিহাস লুকিয়ে আছে আলোর মধ্যেই। যত দূর নক্ষত্র থেকে আলো ভেসে আসে, তার বয়স তত প্রাচীন। মনে করা হয় আজ থেকে ১৩.৮ বিলিয়ন বছর আগে ঘটেছিল ‘বিগ ব্যাং’। আর তার থেকেই জন্ম নিয়েছিল এই ব্রহ্মাণ্ড। বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন সেই প্রাচীনতম আলোর উৎস। হয়তো আর তার সন্ধান পাওয়া যাবে না কোনোদিনই। তবে বিজ্ঞানীদের অনেক প্রশ্নের উত্তর দিতে এবার সন্ধান পাওয়া গেল এক অতি দূর গ্যালাক্সির। পৃথিবী থেকে তার দূরত্ব ১৩.৪ বিলিয়ন আলোকবর্ষ। অর্থাৎ সেখান থেকে যে আলো আসে, তার বয়সও ১৩.৮ বিলিয়ন বছরের প্রাচীন। এখনও অবধি এটিই বিজ্ঞানীদের জানা সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সি। এর নাম রাখা হয়েছে জিএন-জেড১১।

কিছুদিন আগেই ভারতের কৃত্রিম উপগ্রহের চোখে ধরা পড়েছিল আরেকটি দূরবর্তী গ্যালাক্সি। তবে তার দূরত্ব ছিল মাত্র ৯.৭ বিলিয়ন আলোকবর্ষ। জিএন-জেড১১ তার তূলনায় অনেকটাই দূরবর্তী। জাপানের অধ্যাপক নাবুনারি কাশিকাওয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক একটি দল সম্প্রতি এই গ্যালাক্সির দূরত্ব নির্ণয় করেছেন। পরবর্তীকালে এই গ্যালাক্সি থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য আহরণের বিষয়ে আশাবাদী সকলেই।

অধ্যাপক কাশিকাওয়ার কথায়, এত দূরের একটি গ্যালাক্সির সঠিক দূরত্ব নির্ণয়ের কাজটা সহজ ছিল না। গ্যালাক্সিটির সন্ধান পাওয়া গিয়েছিল অনেক আগেই। মনে করা হয়েছিল এটিই সবচেয়ে দূরবর্তী গ্যালাক্সি। কিন্তু তার দূরত্ব মাপাই যে ছিল প্রায় অসম্ভব। আলো বলতে আসে শুধু অতি ক্ষীণ অতিবেগুনি রশ্মি। তবে তার বিশ্লেষণেই শেষ পর্যন্ত জানা গেল দূরত্ব। ব্রহ্মাণ্ডের জন্মরহস্য জানতে আর শুরু ০.৪ বিলিইয়অন আলোকবর্ষের অপেক্ষা।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More