ডাল লেকে ভাসমান এটিএম, চমক এসবিআই-এর

কাশ্মীরের কথা উঠলে ডাল লেকের প্রসঙ্গে আসতে বাধ্য। হিমালয়ের কোলে অবস্থিত এই হ্রদ সত্যিই এক বিস্ময়। পাহাড়ে ঘেরা ছবির মতো সুন্দর এই লেকই আস্ত একটি জনপদ। সেখানে হাউসবোটেই বসবাস কমপক্ষে ৫০ হাজার মানুষের। রয়েছে আস্ত একটি ভাসমান বাজার, বিশ্বের একমাত্র ভাসমান পোস্ট অফিসও। এবার সেই তালিকায় যুক্ত হল ভাসমান এটিএম। সম্প্রতি ডাল লেকের বুকে এমনই অভিনব এটিএম চালু করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

গত ১৬ আগস্ট স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাঁড়া উদ্বোধন করেন এই এটিএম-এর। হাউসবোটের মধ্যে অবস্থিত এই এটিএমে পরিষেবা পাওয়া যাবে দিনে-রাতে। ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তাকর্মীরও। পরিষেবায় যাতে কোনোরকম খামতি না থাকে, তা ধারাবাহিকভাবে তদারকি করা হবে বলেও জানাচ্ছে এসবিআই কর্তৃপক্ষ। 

এতদিন পর্যন্ত ডাল লেকের ব্যবসায়ী, বাসিন্দা এবং পর্যটকদের আর্থিক লেনদেনের একমাত্র মাধ্যম ছিল ভাসমান পোস্ট অফিস। এবার সেই একচ্ছত্র রাজত্বে ভাগ বসাল স্টেট ব্যাঙ্কও। স্থানীয়দের সুবিধা তো বটেই, পাশাপাশি এই এটিএম শ্রীনগরের পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশাবাদী এসবিআই। 

তবে এই প্রথম নয়। এর বহু আগেই, ভাসমান এটিএম বানিয়ে চমক দিয়েছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০০৪ সালের কথা। কেরালার এরনাকুলাম এবং ভায়পায়েন অঞ্চলে ইয়াচের ওপর এটিএম স্থাপন করেছিল স্টেট ব্যাঙ্ক। ‘কেরালা শিপিং অ্যান্ড ইনল্যান্ড নেভিগেশন কর্পোরেশন’ বাণিজ্যিক লেনদেনের চাপ কমাতেই এমন উদ্যোগ নিয়েছিল রাষ্ট্রায়াত্ত সংস্থাটি। সেই উদ্যোগ সফল হওয়ার পর এবার খুলে গেল এসবিআইয়ের দ্বিতীয় ভাসমান এটিএম। 

আরও পড়ুন
বয়স দুশোরও বেশি, পৃথিবীর একমাত্র ভাসমান ডাকঘর রয়েছে ভারতেই

১৯৫৫ সাল থেকেই ভারতের বৃহত্তম ব্যাঙ্কিং সেক্টর এসবিআই। বর্তমানে ভারতে রয়েছে ২২ হাজারেরও বেশি ব্রাঞ্চ। রয়েছে ৬৩,৯০৬টি এটিএম। তাছাড়াও ভারতের বাইরে বিদেশেও সর্বোচ্চ সংখ্যক শাখা রয়েছে শতাব্দীপ্রাচীন এই ব্যাঙ্কেরই। সম্প্রতি ডাল লেকে ভাসমান এটিএম তৈরি করে এক নতুন দৃষ্টান্ত তৈরি করল এসবিআই…

আরও পড়ুন
বন্যা-মোকাবিলায় ভাসমান গোটা শহর, ইউরোপকেও টেক্কা দিচ্ছে নাইজেরিয়ার লাগোস

Powered by Froala Editor

আরও পড়ুন
শূন্যে ভাসমান স্তম্ভ ও অন্ধ্রপ্রদেশের প্রাচীন মন্দিরের ‘রহস্য’