পরিত্যক্ত জাহাজ, তার মধ্যেই তৈরি হয়েছে ভাসমান জঙ্গল

আদতে একটা জাহাজ। কিন্তু এক ঝলক দেখলে প্রথমেই নজরে আসবে অন্য একটি বিষয়। কালচে বাদামি গঠনটা ঘিরে গজিয়ে উঠেছে নানান গাছ। একদম ছেয়ে গেছে গোটা জাহাজে। যেন, এক টুকরো ভাসমান জঙ্গল! সিডনির হোমবুশ বে-তে এই জাহাজের ভাসমান জঙ্গল দেখতেই ভিড় জমে প্রতি বছর।

প্রকৃতপক্ষে, একটি বাতিল জাহাজের ওপরেই তৈরি হয়েছে এই ছোট্ট জঙ্গল। আর সেটা হয়েছে প্রাকৃতিকভাবেই। জাহাজটির নাম এসএস আয়ারফিল্ড। একটা সময় সিডনি আর নিউ কাসলের মধ্যে যাতায়াতের জন্য ব্যবহার করা হত একে। মূলত মার্কিন সেনাদের কাজেই ব্যবহৃত হত এটি। ১৯৭২ সালে শেষবার চলেছিল এই জাহাজ। তারপর একসময় এটি বন্ধ হয়ে যায়। বাতিল ঘোষণা করা হয়ে একে। তখন থেকেই, মাঝদরিয়ায় পরিত্যক্ত অবস্থায় আছে এসএস আয়ারফিল্ড।

আর এই দীর্ঘ সময় প্রকৃতি আশ্রয় পেয়েছে এই লোহার কবজায়। জাহাজের খোলায় জন্ম নিয়েছে গাছ। না, কেউ এসে গাছ লাগায়নি। আপনা আপনিই হয়েছে সব। ধীরে ধীরে বহরে বাড়ে এটি। জাহাজের জং ধরা কাঠামোতে তৈরি হয় জঙ্গল। মূলত ম্যানগ্রোভ জাতীয় গাছই দেখা যায় এই ভাসমান জঙ্গলে। আর সেটা দেখার জন্যই ভিড় করে আসেন সাধারণ মানুষরা।