আর ২ দিন বাদেই বাজারে করোনার ভ্যাকসিন? রাশিয়ার দিকে তাকিয়ে বিশ্ববাসী

অবসান হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার। বাজারে আসছে করোনা ভাইরাসের ভ্যাকসিন। ভাইরাস ছড়িয়ে পড়ার মাস খানেকের মধ্যেই ভ্যাকসিন প্রস্তুতির কাছে কোমর বেঁধে নেমেছিল পৃথিবীর নানান প্রান্তের একাধিক সংস্থা। তবে শেষ অবধি সফল হল রাশিয়াই। আর মাত্র দু’দিন। আগামী ১২ আগস্ট থেকেই বাজারে মিলবে এই প্রতিষেধক।

উল্লেখ্য, ভ্যাকসিন তৈরির দৌড়ে অক্সফোর্ডসহ পৃথিবীর বেশ কয়েকটি গবেষণাকেন্দ্রই এগিয়ে ছিল অনেকটাই। তবে সবার আগে ক্লিনিকাল ট্রায়াল শেষ করে রাশিয়াই। প্রায় ১৬০০ জন মানুষের ওপরে প্রয়োগ করা এই ভ্যাকসিন। বলাই বাহুল্য ইতিবাচক ফলাফলই এসেছিল সেই ট্রায়ালে। দেখা দেয়নি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা।

আগামী সেপ্টেম্বর মাস থেকে বাড়ানো হবে ভ্যাকসিন উৎপাদনের গতি। এই বছরের মধ্যে সাড়ে চার কোটি ভ্যাকসিন তৈরির লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে রাশিয়া। শিল্পমন্ত্রী ডেনিস মন্তুরভ এ বিষয়ে বলেন, জরুরি অবস্থাতেই চলছে ভ্যাকসিন নির্মাণের কাজ। 

পৃথিবীতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ১ কোটি ৯৮ লক্ষ। মৃত্যুর সংখ্যা ৭ লক্ষ ৩০ হাজার। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতের পাশাপাশি খারাপের দিকেই এগচ্ছে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, পেরু প্রভৃতি দেশের অবস্থা। ভাইরাসের গণ্ডিকে সীমাবদ্ধ করার প্রধান অস্ত্রই যে এখন ভ্যাকসিন হতে চলেছে তাতে সন্দেহ নেই। ফলে রাশিয়ার এই ভ্যাকসিনের সৌজন্যই খানিকটা হলেও সহজ হবে চিকিৎসকদের কাজ।

আরও পড়ুন
৯০ শতাংশ করোনাজয়ীর ফুসফুসই ঝাঁঝরা করেছে ভাইরাস, চাঞ্চল্যকর তথ্য

বাজারে এলেও সমান্তরালেই চলতে থাকবে এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল। আর সেই বিষয়েই ইতিমধ্যেই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। রাশিয়ার চিরশত্রু যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যধির এক চিকিৎসক অ্যান্টনি ফসি একটু বাঁকা চোখেই দেখছেন এই বিষয়টিকে। তাঁর দাবি দ্রুত ভ্যাকসিন তৈরির মধ্যে ভুলত্রুটি থাকা সম্ভাবনা প্রবল। যা বড় বিপদ ডেকে আনতে পারে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অনুরোধ জানিয়েছে, যেন নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কিত সমস্ত গাইডলাইন মেনেই এর প্রকাশ করা হয়। তবে এইসব ঋণাত্মক মন্তব্যকে শুরুতেই নস্যাৎ করেছে পুতিন প্রশাসন। চলতি মাসের ১২ তারিখেই এর প্রকাশের জন্য প্রতিজ্ঞাবদ্ধ রাশিয়া। 

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনার থাবা ক্রীড়ামহলেও, আক্রান্ত ভারতীয় হকি দলের অধিনায়ক-সহ আরও চার

More From Author See More

Latest News See More