কলকাতা তাঁকে ডাকে বব্‌, নিগ্রো ইত্যাদি নামে; ভয়ে, ভক্তিতে, কখনও ভালোবাসায়

ধূলায় ধূলায় ঘাসে ঘাসে

১৯৫১ কি ’৫২ সালের মার্চ-এপ্রিল হবে। মিনার্ভা থেকে সিনেমা দেখে বেরিয়ে নিজামে যাব ভাবছি। সেদিন একাই। হল থেকে বেরনোমাত্র কর্পোরেশনের সাউথ গেটের মুখেই দেখি ঘিরে ফেলছে আমাকে। অন্তত জনা পনেরো ছেলে হবে। অধিকাংশই অ্যাংলো-ইন্ডিয়ান। সিরিল-এর দলবল। ও-ই তখন নিয়ন্ত্রণ করে নিউমার্কেট অঞ্চল। পুরোনো লড়াইয়ের জের। হলে ঢোকার সময় থেকেই মেপে রেখেছিল নির্ঘাত। আমিই লক্ষ্য করিনি।  

সম্পূর্ণ লেখাটি পড়তে ক্লিক করুন