মার্কিন প্রদেশে বরফের চাষ!

শীতকাল পড়লেই সেখানে শুরু হয়ে যায় ব্যস্ততা। ঠান্ডা যে খুব একটা পড়ে, তেমন নয়। কিন্তু গোটা আমেরিকা থেকে মানুষ ভিড় জমান বরফের পাহাড়ে চড়ার জন্য। এদিকে জলবায়ু বদলাচ্ছে। দীর্ঘদিন ধরেই আর প্রাকৃতিকভাবে বরফ জমে না কলোরাডো (Colorado) অববাহিকার আনকম্পাগ্রি জর্জ পাহাড়ে। আনকম্পাগ্রি নদীটিও ক্রমশ শুকিয়ে যাচ্ছে। তবে এসবের পরেও নতুন করে পর্যটকরা আসছেন আমেরিকার সুইৎজারল্যান্ড নামে পরিচিত এই পাহাড়ে।

নতুন করে ফিরছে বরফ, তবে তা প্রাকৃতিক উপায়ে নয়। বরং মানুষই সেখানে বরফ জমাচ্ছেন, বলা ভালো বরফের চাষ করছেন। এই উদ্দেশ্যকে সামনে রেখেই তৈরি হয়েছে অরে আইস পার্ক (Ice Park)। বিগত তিন দশক ধরে তাঁরা পর্যটকদের মনোরঞ্জন করে চলেছেন।

বিষ শতকের প্রথমার্ধে অরে শহর হয়ে উঠেছিল আমেরিকার অন্যতম প্রসিদ্ধ খনি শহর। সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যেত আকরিক লোহা। তবে সেই সঞ্চয় ফুরিয়ে যাওয়ায় খনি মালিকরা সরে যান শহর থেকে। কিন্তু ততদিনে এলাকার প্রাকৃতিক পরিবেশ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। এর মধ্যেই ১৯৮৭ সালে ঘটে গেল এক দুর্ঘটনা। শহরের পাণীয় জলের পাইপলাইনে ফাটল ধরায় হঠাৎই নতুন করে পাহারি ঝর্ণা তৈরি হয় আনকম্পাগ্রি নদীর উপর। আর সময়টাও ছিল শীতকাল। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব জল জমে বরফে পরিণত হয়। শহর কর্তৃপক্ষ অবশ্য দ্রুত পাইপলাইন সারানোর কাজে হাত দেয়। কিন্তু বরফ সরানোর বিষয়ে আপত্তি জানান অনেকেই। আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ভিড় করতে থাকেন সেই বরফের পাহাড়ে ট্রেক করতে।

তখনই উঠে আসে পুরনো দিনের কথাও। একসময় সত্যিই শীতকালে বরফে ঢাকা থাকত গোটা আনকম্পাগ্রি জর্জ পাহাড়। তখনও বহু পর্যটক এসে ভিড় জমাতেন। একের পর এক খনি গড়ে ওঠায় সেই প্রকৃতি হারিয়ে গিয়েছে। ১৯৮৯ সাল থেকেই তৈরি হয় আনকম্পাগ্রি জর্জ পাহাড়ে নতুন করে বরফ উৎপাদনের কাজ। প্রতি বছর অন্তত ১৫০ মানুষ এই বরফ উৎপাদনের কাজ করেন। ১৯৯৭ সালে তৈরি হয়ে যায় অরে আইস পার্ক। ফলে পুরো উদ্যোগটি একটি প্রাতিষ্ঠানিক চেহারাও পায়। অবশ্য প্রতি বছরই যে বরফ উৎপাদন সম্ভব হয়, এমন নয়। এবছরও শীতকালে তাপমাত্রা খুব একটা নিচে নামেনি। ফলে বরফ জমবে কিনা, তাই নিয়ে সংশয় ছিল। তবে এবছরেও কাজ সফল হয়েছে। প্রায় ২০ হাজার পর্যটক ভিড় জমিয়েছেন সেখানে। অবশ্য জলবায়ু পরিবর্তনের কারণে আর কতদিন এই কাজ চালিয়ে যেতে পারবেন, জানেন না অরে আইস পার্কের আধিকারিকরাও।

আরও পড়ুন
পুনর্ব্যবহারের অযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি বাড়ি, উদ্যোগ আমেরিকায়

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রাণঘাতী ইঞ্জেকশনে স্বেচ্ছামৃত্যু, সায় লাতিন আমেরিকার এই দেশের

More From Author See More