১০,০০০ বছর আগে থেকেই পরিবেশের বদল ঘটাচ্ছে মানুষ

পৃথিবীর বদল ঘটছে দ্রুত। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের অবহেলা ও অসতর্কতার কারণে বদলাচ্ছে আবহাওয়া, কমে যাচ্ছে গাছের সংখ্যাও। এখন এই বদলগুলি স্পষ্ট বোঝা গেলেও, গবেষণা অনুযায়ী, প্রায় ১০,০০০ বছর আগে থেকেই মানুষের কারণে বদলাচ্ছে পৃথিবীর চরিত্র।

গোটা বিশ্ব জুড়ে ২৫০ জন প্রত্নতত্ত্ববিদ মিলে ‘আর্কিও গ্লোব’ নামে এক বিশাল সংগঠন তৈরি করে সমীক্ষাটি করেন। আন্টার্কটিকা বাদ দিয়ে, ছেড়ে গোটা বিশ্বের ১৪৬টি জায়গাতে ১০টি আলাদা সময়কালের ওপর তদন্ত করে এই দল। ১০০০-এরও বেশি প্রত্নতত্ত্ববিদের কাছে নিজেদের স্থানীয় ইতিহাস জানতে চাওয়া হয়।

সমীক্ষাটি প্রমাণ করে, প্রায় ১০,০০০ বছর আগে থেকে ১৮৫০ খ্রিষ্টাব্দ অব্দি মানুষ শিকার, খাবার খুঁজে বের করা থেকে শুরু করে কৃষিকাজ, পশুচারণ ইত্যাদির মাধ্যমে পৃথিবীর বদল ঘটিয়েছে প্রতিনিয়ত। চাষের জমি বানানোর জন্য জঙ্গল কাটাও নতুন কিছু নয়।

আইপিসিসি(ইন্টার গভর্নমেন্ট প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) সম্প্রতি খাদ্য উৎপাদন, এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা এই ধারণাটিকে আরও দৃঢ়তা দেয়। পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হতে গেলে, মাথায় রাখতে হবে এগুলিও।