প্রথম মহিলা হিসেবে, বিশ্ব বাণিজ্য সংস্থার সর্বোচ্চ পদে ওকঞ্জো ইয়েয়ালা

আমেরিকার রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গেই সারা পৃথিবীতে একধরণের পরিবর্তনের ঝড় উঠেছে। আর সেই পথ ধরেই এবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন)। সম্ভবত এই প্রথম কোনো মহিলার নেতৃত্বে পরিচালিত হতে চলেছে এই আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা। আর সেই মহিলাও নাইজেরিয়ার মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধি। ওকঞ্জো ইয়েয়ালা।

ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের উপর আমেরিকার কর্তৃত্ব বরাবরই বহাল ছিল। আর এবার মার্কিন সেনেট থেকেই ডব্লিউটিও-র ডিরেক্টর জেনারেল হিসাবে সুপারিশ করা হল ওকঞ্জোর নাম। যদিও এখনও চূড়ান্ত ঘোষণা বাকি আছে। তবে মোটামুটি আন্দাজ করাই যায়, ওকঞ্জোর মনোনয়ন শুধুই সময়ের অপেক্ষা। ইতিমধ্যে নাইজেরিয়া সরকারের পক্ষ থেকেও মার্কিন সেনেটের প্রস্তাবের প্রেক্ষিতে কৃতজ্ঞতা জানানো হয়েছে। যদিও জন্মসূত্রে নাইজেরিয়ান হলেও দীর্ঘদিন ধরে আমেরিকাতেই রয়েছেন অর্থনীতিবিদ ওকঞ্জো ইয়েয়ালা। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রশাসনিক কাজও সামলেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ওকঞ্জোকে দেখা গিয়েছে ‘গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন’-এর কর্ণধারের ভূমিকায়। পৃথিবীব্যাপী করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেও শক্ত হাতে দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে ওয়ার্ল্ড ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেকটর হিসাবেও দায়িত্ব সামলেছেন ওকঞ্জো। তবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রথম মহিলা ডিরেকটর জেনারেল হয়ে সত্যিই এক ইতিহাস গড়তে চলেছেন তিনি। এই ইতিহাস লিঙ্গসাম্যের ইতিহাস।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More