বিশ্বের দীর্ঘতম আকাশপথ, উত্তরমেরুর ওপর দিয়ে যাত্রা মহিলা-পরিচালিত ভারতীয় বিমানের

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে ভারতের বেঙ্গালুরু। পৃথিবীর দুই প্রান্তের এই দুই শহরের মধ্যে দীর্ঘতম বিমানপথের দৈর্ঘ্য ১৬০০০ কিলোমিটার। তারওপরে এই দীর্ঘ পথ অতিক্রম করতে ঝুঁকিপূর্ণ উড়ান দিতে হয় উত্তর মেরুর ওপর দিয়ে। কঠিনতম এই বায়ুপথে এবার রওনা দিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এই পথে যে এয়ার ইন্ডিয়ার বিমান এর আগে যায়নি, তেমনটা নয়। তবে উল্লেখ্য, ক্যাপ্টেন থেকে শুরু করে এই বিমানের সমস্ত পাইলটরাই মহিলা। এমন ঘটনা ভারতীয় ইতিহাসে এই প্রথম।

সম্পূর্ণ মহিলা-পরিচালিত বিমানটি সানফ্রান্সিসকো থেকে উড়ান দেয় গত কাল। আজ তার পৌঁছানোর কথা বেঙ্গালুরুতে। আর তারপরেই অপেক্ষার অবসান। তৈরি হবে এক নতুন রেকর্ড। বিমানটির কম্যান্ডিংয়ে রয়েছেন ক্যাপ্টেন জোয়া আগারওয়াল। ২০১৩ সালে আরও এক ইতিহাস তৈরি করেছিলেন তিনি। পৃথিবীর সবথেকে কমবয়সি পাইলট হিসাবে উড়িয়েছিলেন বোয়িং-৭৭৭। জোয়া ছাড়াও ককপিটে সহকারী পাইলট হিসাবে দায়িত্বে থাকবেন থানমাই পাপাগরি, আকাঙ্ক্ষা সোনেওয়াল, শিবানী মানহাস। 

ঠিক উত্তরমেরু পার হওয়ার পরই কম্পাসের কাঁটা ঘুরে যায় ১৮০ ডিগ্রি। ফলে দিক নির্ণয় ভয়ঙ্কর রকম চ্যালেঞ্জিং হয়ে পরে এই পথে। অত্যন্ত প্রতিকূল এবং ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তাই বিমান চালনার জন্য কেবলমাত্র অভিজ্ঞ বিমানচালকদেরই দায়িত্ব দিয়ে এসেছে এয়ার ইন্ডিয়া। তবে সেখানে কি লিঙ্গ বৈষম্য ছিল না এতদিন? সাম্প্রতিক সময়ে ভারতীয় মহিলা বিমানচালকদের সাফল্য, দক্ষতা এবং প্রযুক্তিগত শিক্ষা থাকা সত্ত্বেও দায়িত্ব দেওয়া হয়নি তাঁদের। এবার সেই অপেক্ষার যবনিকা পতন হতে চলেছে আগামীকাল। ভারতীয় মহিলা পাইলটদের মুকুটে জুড়তে চলেছে এক নতুন পালক...

Powered by Froala Editor