ছোট্ট সাইবার ক্যাফেতেই রোজের সংসার, একাকিত্বের বিরুদ্ধে জাপানি দম্পতির লড়াই

আশ্রয়হীন কত মানুষ বাস করেন এই পৃথিবীতে। রাতের রাজপথে ঘুরে বেড়ালে তাঁদের দেখা যায়। দিনের অন্য সময়েও দেখা যায়। তবে আমরা সেভাবে হয়তো খেয়াল করি না সবসময়। না, তেমন কোনো মানুষের গল্প নয় এটি। বরং অন্য এক মানুষের কথা, যাঁর আশ্রয় আরও বিচিত্র।

জাপানের রাজধানী টোকিও শহর। সেখানেই বাস করেন মাসাটা এবং হিতোমি। না খোলা আকাশের নিচে নয়, তাঁরা থাকেন একটি সাইবার ক্যাফের ৪ বর্গমিটার কিউবিকলের মধ্যে। যে সাইবার ক্যাফেতে কেউই ঘণ্টাখানেকের বেশি থাকেন না, সেখানে সারাদিন কাটিয়ে দিয়ে চলেছেন তাঁরা। এমনি করে সময় তো কম হল না। প্রায় এক দশক সময় কাটিয়ে দিলেন এভাবেই।

হিতোমির কথায়, নিজের ছোট্ট একটা বাসস্থানের স্বপ্ন থাকলেও একাকিত্ব তাঁর কখনোই সহ্য হত না। এই সাইবার ক্যাফের ছোট্ট কিউবিকলে সারাক্ষণ ঘিরে থাকে মাউসের ক্লিকের শব্দ, আগন্তুক মানুষের কণ্ঠস্বর সবই। আর এর মধ্যেই দিব্যি দিন কেটে যাচ্ছে।

অন্যদিকে মাসাটার কথাতেও ধরা পড়ে বেশ পরিতৃপ্তির সুর। এই পৃথিবীর বাস্তব জগতের প্রতিযোগিতা আর স্বার্থপরতা তাঁর কাছে অসহ্য হয়ে উঠেছিল। তাই পালিয়ে আসতে আসতে অবশেষে এখানে এসে থেমেছেন। পা ছড়িয়ে শোয়ার মতো জায়গা এখানে নেই ঠিকই, কিন্তু তাতে তেমন অসুবিধা হয় না।

২০১৬ সালে এই দম্পতিকে নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন জাপানের একটি বেতার সংস্থা। পরে নানা ভাষায় অনূদিত হয়ে সেই তথ্যচিত্র ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। কিন্তু এসবের মধ্যেও দিব্যি নিশ্চিন্তে ঘরকন্না করে যাচ্ছেন তাঁরা। ঘর মানে ৪ বর্গমিটারের একটা খুপরি, আর একটা কম্পিউটার।

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রাচীন স্থাপত্যশৈলীতে তৈরি পরিবেশবান্ধব বাড়ি, তাক লাগাচ্ছেন মারাঠি দম্পতি