পৃথিবীর উষ্ণতম অঞ্চলে এতদিন ‘লুকিয়ে’ ছিল এই জলচর প্রাণী!

যেখানে প্রাণের ভিড়, সেখানে আজও অনেক অচেনা জীবজন্তু লুকিয়ে আছে - সেকথা মোটামুটি জানা। কিন্তু যেখানে বেঁচে থাকাই একরকমের অসম্ভব, সেখানেও এমন অনেক প্রাণী লুকিয়ে ছিল এতদিন, মানুষ যাদের সন্ধান জানত না। ঠিক তেমনই একটি প্রাণীর সন্ধান পাওয়া গেল পৃথিবীর উষ্ণতম অঞ্চল ইরানের লুট মরুভূমিতে। আর এই অনুসন্ধান রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানী মহলে।

চিংড়ি শ্রেণীর একটি খোলকযুক্ত প্রাণীর সন্ধান পাওয়া গেল লুট মরুভূমির জলাশয়ে। হ্যাঁ, অবাক লাগলেও সত্যি। মরুভূমির বুকে স্বাদু জলের মধ্যেই খুঁজে পাওয়া গেল এই প্রাণীর। অনুসন্ধান দলের নেতৃত্বে ছিলেন স্টুয়াটগার্ড ইউনিভার্সিটির অধ্যাপকদের একটি দল সন্ধান পায় অদ্ভুত এই প্রাণীটির। মধ্যপ্রাচ্যের ‘জুলজি’ পত্রিকায় এই অনুসন্ধানের কথা প্রকাশিতও হয়েছে।

স্টুয়ার্টগার্ড মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির গবেষক ড. রাজেই জানিয়েছেন এত উষ্ণ অঞ্চলে যে কোনো প্রাণী বাস করতে পারে সেটা ভাবাই যায়নি। ২০০৬ সালের রেকর্ড অনুযায়ী এখানে উষ্ণতা ছিল ৭০.৭ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যে ৮০ ডিগ্রি সেলসিয়াসের উপরেও উষ্ণতা উঠেছিল বলে ধারণা করা হয়। বিজ্ঞানীরা দেখেছেন এই প্রবল উষ্ণতায় যখন জল শুকিয়ে যায়, তখন পলির মধ্যেও কয়েক বছর পর্যন্ত টিকে থাকতে পারে এই প্রাণী। সব মিলিয়ে এমন অদ্ভুত আবিষ্কার যে বিবর্তনের ইতিহাসকে বুঝতে অনেকটাই সাহায্য করবে, সে-কথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

আরও পড়ুন
২১০০ সালের মধ্যেই বিলুপ্ত হতে পারে ৫৫৮টি স্তন্যপায়ী প্রজাতি, জানাচ্ছে গবেষণা

More From Author See More