নতুন প্রজাতির পোকার নামকরণ হল গ্রেটার নামে

এ-বছর নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার ছিল গ্রেটা থানবার্গ। তার নাম শোনেননি এমন সচেতন মানুষ বোধহয় কমই আছেন। গ্রেটার এই আন্দোলনে এবার অন্য এক পালক জুড়তে চলেছে। নতুন এক প্রজাতির গুবরে পোকার নামকরণ করা হয়েছে সুইডিশ গ্রেটার নামেই। 'নেলোপটোডস গ্র‍্যাটি' নামের এই গুবরে পোকাটি মাত্র ১ মি.মি এরও ছোট। ডানা ও চোখহীন এই প্রজাতির অনেকটা এন্টেনার মতো দীর্ঘ দুটি পিগটাইল আছে। গ্রেটার পরিবেশ নিয়ে উদ্যোগ তাঁর কাছে ভীষণ জরুরি একটি বিষয় ও তাতে তিনি যথেষ্ট প্রভাবিত হয়েই নামটি বেছেছিলেন, জানান বিজ্ঞানী ডঃ মাইকেল ডার্বি।

১৯৬০ সালে উইলিয়ামস ব্লক কেনিয়াতে প্রথম এই বিটলটিকে খুঁজে পান, তিনি লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে এর নমুনাও প্রদান করেন। ১৯৭৮ থেকে এটি যাদুঘরের অন্যতম সংগ্রহ হিসেবে রাখা রয়েছে।

ডঃ ডার্বি বহুদিন ধরে এই নামহীন প্রজাতির ওপর কাজ করে যাচ্ছিলেন। গ্রেটার নামে নামকরণ করে তিনি বলেন, পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতেই গ্রেটার অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে চেয়েছিলেন তাঁরা। এন্টোমলজিস্ট মাসিক পত্রিকাতে আনুষ্ঠানিক ভাবে এই নামকরণ হয়ে গেছে। জাদুঘরের সিনিয়র কিউরেটর ডঃ ম্যাক্স বার্কলে জানান, আবিষ্কার করা প্রজাতিরা অনেক সময়ই বিজ্ঞানীদের নামকরণের আগেই জীববৈচিত্র্য হ্রাসের কারণে অবলুপ্তির পথে। তাই দুর্বল প্রজাতিকে সুরক্ষিত করতে এই ধরনের নামকরণ ভীষণই তাৎপর্যপূর্ণ। এর আগেও বব মার্লে (গানাথিয়া মার্লেই) নামে একটি পরজীবী, রিচার্ড ডকিন্স (ডকিন্সিয়া) নামে মাছের একটি অংশের নাম দেওয়া হয়েছিল। এছাড়াও লেওনারডোডিকাপ্রিওই নামে একটি মাকড়সার নাম দেওয়া হয়েছে।