মুম্বাইয়ে আজ থেকে চালু লোকাল ট্রেন, দাবি বাড়ছে বাংলাতেও

সারা দেশেই থমকে আছে লোকাল ট্রেন পরিষেবা। তবে মহামারীর পরিস্থিতিতে নতুন করে এবার পথ দেখাচ্ছে মুম্বাই। আজ থেকেই মুম্বাইতে চালু হতে চলেছে ৬১০টি লোকাল ট্রেন। সামাজিক দূরত্ব এবং করোনার অন্যান্য বিধি মেনেই যাত্রী চলাচল করবে বলেই জানাচ্ছে মহারাষ্ট্র প্রশাসন।

তবে গত জুন মাসের ১৫ তারিখ থেকেই মুম্বাইতে শুরু হয়েছিল লোক ট্রেন পরিষেবা। কিন্তু তা শুধুমাত্র সরকারি কর্মী এবং জরুরী বিভাগের কর্মচারীদের জন্য সীমাবদ্ধ ছিল। এবার সাধারণের ক্ষেত্রেও মিলবে লোকাল ট্রেনের সুবিধা। কোভিড পরিস্থিতির আগে মুম্বাইয়ে লোকাল ট্রেনে দৈনিক যাত্রীসংখ্যা ছিল ৮০ লক্ষ। তা অনেকটাই কমিয়ে এনে ২২ লক্ষ করা হবে বলে জানানো হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণে কলকাতা মেট্রোর ই-পাস ব্যবস্থাকে মুম্বাইতে কার্যকর করার কথা ভাবছে মহারাষ্ট্র প্রশাসন। চলছে আলোচনা। নতুন ট্রেনগুলির মধ্যে ৩১৪টি ট্রেন মুম্বাইয়ের কেন্দ্রীয় রেলপথ ও বাকিগুলি পশ্চিম বিভাগীয় রেলপথে সংযুক্ত হতে চলেছে। আপাতত কিছু নির্দিষ্ট সময়েই চলবে এই ট্রেনগুলি। পরীক্ষামূলকভাবে এই রেল পরিষেবা সফল হলে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। 

অন্যদিকে বাংলাতেও সচল হোক রেলের চাকা, এমনটাই চাইছেন বাংলার স্বরাষ্ট্র সচিব। রেলের সঙ্গে এই বিষয়ে আলোচনার প্রস্তাব দেন তিনি। রেল কর্তৃপক্ষের কাছে লিখিত চিঠিও পাঠানো হয় রাজ্যের তরফে। শুধুমাত্র রেলকর্মীদের জন্যই এতদিন ট্রেন চলছিল রাজ্যে। তবে তা নিয়ে গোলযোগ হচ্ছিল বিক্ষিপ্তভাবে। জরুরি পরিষেবায় নিযুক্ত অনেকে ট্রেনে উঠতে চাইলে জিআরপিএফের সঙ্গে হাতাহাতির পর্যায়ে চলে যায় মতবিরোধ। কাজেই পরিস্থিতির বিবেচনা করে বেশ কিছু লোকাল ট্রেন সাধারণের জন্য নামাতে উদ্যোগী হচ্ছে রাজ্য। মুম্বাইয়ে চালু হওয়া লোকাল ট্রেন পরিষেবা এক্ষেত্রে নতুন করে পথ দেখাবে রাজ্যকে। মুম্বাইয়ের পরিস্থিতি দেখেই পর্যালোচনা করার সুযোগও পাবে বাংলা...

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More