মুম্বাইয়ের রাস্তায় অবমাননা ফরাসি প্রেসিডেন্টের, ‘অপরাধ’ ব্যঙ্গচিত্র-সমর্থন!

রাস্তা জুড়ে সার বেঁধে সেঁটে রাখা পোস্টার। তার ওপর দিয়েই চলে যাচ্ছে গাড়ি, জল-কাদা পায়ে জুতো পরে হেঁটে যাচ্ছে মানুষ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মুখ আঁকা সেই পোস্টারে। বৃহস্পতিবার মুম্বাইয়ের মহম্মদ আলি রোডের ছবি ছিল এমনটাই। ধর্মীয় ব্যঙ্গচিত্র প্রকাশের অধিকারের স্বপক্ষে মুখ খোলায় এভাবেই অবমাননা করা হল ফ্রান্সের রাষ্ট্রপতির।

সম্প্রতি হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র সম্পর্কে আলোচনা করার জন্য খুন হতে হয়েছিল প্যারিসের এক শিক্ষককে। শিরোশ্ছেদ করা হয় তাঁর। এরই মধ্যে গত বৃহস্পতিবার নটরডাম গির্জায় ‘ইসলামিক সন্ত্রাসগোষ্ঠী’র হানায় খুন হন আরও এক মহিলা। ধারালো অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয় তাঁর মাথা। কার্যত তারপর থেকেই জ্বলে উঠছে ফ্রান্স। ব্যঙ্গচিত্র তৈরির অধিকার নিয়ে সরব হয়েছিলেন খোদ প্রেসিডেন্টও।

তবে ইমানুয়েলের আধুনিক মানসিকতা খুব একটা ভালো চোখে দেখেনি আরব সংলগ্ন ইসলামিক রাষ্ট্রগুলি। বিক্ষিপ্তভাবে কটাক্ষ এসেছিলই। এবার তার রেশ এসে পড়ল ভারতেও। মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েলের বিরোধিতা জানিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরই দ্রুত পোস্টারগুলি রাস্তা থেকে সরিয়ে নেন পুলিশের আধিকারিকেরা। তবে কে বা কারা এই কাজ করেছে, তা এখনও অধরা...

Powered by Froala Editor