একধাক্কায় ৫০০ কোটি ডলার লোকসান মুকেশ আম্বানির

করোনা পরিস্থিতিতে এই প্রথম বড় অঙ্কের ধাক্কা খেল দেশের অন্যতম সংস্থা রিলায়েন্স। রিলায়েন্সের তৈল শোধনাগার সংস্থাগুলির ক্ষেত্রে ৫০০ কোটি ডলারের লোকসানের মুখোমুখি হলেন মুকেশ আম্বানি। দেশে রিলায়েন্সের শেয়ার কমল ৬.৮ শতাংশ।

১২ মে'র পর এই প্রথম শেয়ার কমল রিলায়েন্সের। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী মুকেশ আম্বানির সম্পত্তি সোমবার কমে যায় ৭৩০০ কোটি ডলার। শোধিত তেলের প্রতি ব্যারেলে মুনাফা কমে দাঁড়ায় ৯.৪ থেকে ৫.৭ ডলারে। যদিও টেলিকম সংস্থার ক্ষেত্রে এখনও অবধি লকডাউনের পর স্বাভাবিকের থেকে তিনগুণ লাভ করেছে রিলায়েন্স জিও।

অর্থনৈতিবিদ এস সুব্রামনিয়ামের রিপোর্ট অনুযায়ী, পৃথিবীর প্রথম ২৫ বিলিয়নেয়রের সম্পদ মার্চ থেকে মে অবধি বেড়েছে ২৫৫ বিলিয়ন ডলার। যা গত চার বছরের গড় লাভের তুলনায় ১০৯ বিলিয়ন ডলার বেশি। 

সুব্রামনিয়ামের গবেষণা অনুযায়ী, বিশ্বের অন্যতম ৩২টি ধনী ব্যবসাপতিদের শুধু লাভের পরিমাণ দিয়েই সাড়ে সাতশো কোটি মানুষের জন্য ব্যবস্থা করা যেতে পারে কোভিড ভ্যাকসিনের। অন্যদিকে এই লোকসানের পরেও মুকেশ আম্বানির লভ্যাংশের মাধ্যমে ২ লক্ষ রিলায়েন্স কর্মীদের ১.৪৭ কোটি বোনাস দিতে পারে রিলায়েন্স। উল্লেখ্য, মুকেশ আমবানির সম্পত্তি তারপরেও অপরিবর্তিত থাকবে মহামারীর আগের পর্যায়ে।

আরও পড়ুন
লকডাউনেও প্রতি ঘণ্টায় আয় ৯০ কোটি টাকা! কী কারণে এমন বাড়বাড়ন্ত আম্বানির?

তবে বহুজাতিক সংস্থাগুলির কর্মীদের কথা বাদ দিলে, সার্বিকভাবে ভারতীয় শ্রমিকদের অবস্থা সংকটজনক। ৪০ কোটি ভারতীয় শ্রমিকদের আয় দারিদ্র্যসীমার নিচে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোভিড আবহে...

আরও পড়ুন
রাষ্ট্রের সঙ্গে পুঁজিবাদের আঁতাত : রিলায়েন্সের উত্থানের পথ সহজ করে দিয়েছিলেন প্রণব?

Powered by Froala Editor

আরও পড়ুন
অর্থনীতি সচল রাখতে ছাড় গ্রামীণ শিল্পে, কলকারখানা আংশিক চালু এপ্রিলেই