জন্ম ও পড়াশুনা কলকাতাতেই, অর্থনীতিতে নোবেল পেলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

সোমবার অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণার পরেই খুশির ছোঁয়া বাঙালি তথা ভারতীয়দের মনে। কেননা এবার অর্থনীতিতে নোবেল পাচ্ছেন এক বঙ্গসন্তান, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অমর্ত্য সেনের পর আবার অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি অর্থনীতিবিদ। প্রসঙ্গত, অমর্ত্য সেনেরই ছাত্র ছিলেন তিনি।

আরও পড়ুন
কৃষকের সন্তান থেকে প্রধানমন্ত্রী, গৃহযুদ্ধ থামিয়ে শান্তিতে নোবেল আবি আহমেদের

খাস কলকাতায় ১৯৬১ সালে জন্ম অভিজিৎবাবুর। সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ছিলেন তিনি। তারপর ভর্তি হন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। প্রেসিডেন্সি থেকে ইকোনমিক্সে স্নাতক হওয়ার পর, মার্স্টার্স করেন দিল্লি জেএনইউ থেকে। তারপর গবেষণার কাজে পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই পরবর্তী কাজকর্ম। বর্তমানে তিনি মার্কিন নাগরিক। কিন্তু বাংলা ভোলেননি মোটেই। এখনও তাঁর মুখে শোনা যায় অনর্গল বাংলা।

বিশ্বজুড়ে যে দারিদ্র্যের হাহাকার, তার মুক্তি ঘটাতে এমআইটি-র অধ্যাপক অভিজিৎবাবুর পরীক্ষামূলক পদ্ধতিকেই এবার সম্মান জানাল নোবেল কমিটি। পাশাপাশি অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎবাবুর স্ত্রী এসথার ডুফলো-ও। সঙ্গে রয়েছেন মাইকেল ক্রেমার। এই তিনজনকেই এবার নোবেল নেওয়া হল অর্থনীতিতে।

ছবি ঋণ - ইউটিউব

Latest News See More