বেহাল অর্থনীতি, ৭৫ হাজার কোটি টাকারও বেশি ঋণ খেলাপি এসবিআই-তে

ভারতের অর্থনৈতিক অবস্থা ক্রমশ তলানির দিকে। শুধু বাজার নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অবস্থাও খুব একটা ভাল নয়। যার সাম্প্রতিক আঁচ পাওয়া গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রায় ৭৬ হাজার কোটি টাকার ঋণ খেলাপির হিসেবে।

দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওরফে এসবিআই। সেই ব্যাঙ্কেরই এই অবস্থায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। হিসেব অনুযায়ী, প্রায় ৭৬,৬০০ কোটি টাকার ঋণ খেলাপ করেছেন ২২০ জন ব্যক্তি! শুধু তাই নয়, এরা প্রত্যেকেই প্রায় ১০০ কোটি টাকা করে ঋণ নিয়েছিলেন এসবিআই থেকে। এইবছর মার্চের হিসেব অনুযায়ী, আরও ৩৭,৭০০ কোটি টাকার ঋণ খেলাপি করেছে ৩৩ জন, যাদের প্রত্যেকে ঋণ নিয়েছিলেন প্রায় ৫০০ কোটি টাকা করে। কী হল সেই টাকার, আর সেটার ফেরত আসার সম্ভাবনা আছে কিনা, উত্তর নেই।

তবে শুধু এসবিআই নয়, দেশের অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিরও অবস্থা প্রায় একই। এসবিআইয়ের পরেই স্থান পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের। সবচেয়ে বড় কথা, রিজার্ভ ব্যাঙ্কের তালিকায় এখনও অবধি প্রায় ৯৮০ জন রয়েছেন, যারা এই ঋণ খেলাপির সঙ্গে যুক্ত। অথচ অবস্থা যে তিমিরে, সেই তিমিরেই। অর্থনীতির এই ভয়ংকর অবস্থায় এমন তথ্য সাধারণের দুশ্চিন্তাকে বাড়িয়ে দেয়, একইসঙ্গে প্রশ্ন তুলে দেয় প্রশাসনের ভূমিকা নিয়েও।