সন্তানের মৃত্যু আসন্ন, বুঝতে পারে মা হাতি

মৃত্যুকে বুঝতে পারেন? প্রশ্নটা খানিক বিদঘুটে লাগতে পারে আপনার। কিন্তু যদি বলা হয়, হাতি নিজের আপনজনের মৃত্যু মুহূর্ত বুঝতে পারে! সম্প্রতি এমনই একটা গবেষণার রিপোর্ট প্রকাশ করলেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্সের কয়েকজন বিজ্ঞানী।

তাঁদের গবেষণার মূল বিষয় ছিল এশিয়ান হাতি। সেই গবেষণা অনুযায়ী, এশিয়ান হাতিরা, তাদের সন্তানের আসন্ন মৃত্যু মুহূর্তকে আগে থেকেই বুঝতে পারে। শুধু সন্তান নয়, দলের অন্য সদস্যের ক্ষেত্রেও এটা দেখা যায়। বিজ্ঞানী রামান সুকুমারের মতে, যত বাচ্চা হাতির মৃত্যু এগিয়ে আসে, ততই মা হাতি এবং অন্যান্যদের আচরণে কিছু বিশেষ পরিবর্তন দেখা যায়। তারা সেই হাতিটিকে উঠে দাঁড়াতে সাহায্য করে, ঠেলা মারতে থাকে, এমনকি উচ্চ কম্পাঙ্কের বিশেষ ধ্বনিও তৈরি করে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে গবেষণা এবং পর্যবেক্ষণের পর এই চমকপ্রদ তথ্যটি পেয়েছেন তাঁরা।

বিজ্ঞানীদের মতে, এর আগে এইরকম আচরণ শুধুমাত্র আফ্রিকান হাতিদের ক্ষেত্রে দেখা যেত। এই নতুন গবেষণার ফলে হাতিদের সম্পর্কে আরও নতুন নতুন তথ্য সংগ্রহের দিক খুলবে বলে মনে করছেন তাঁরা।