বিশ্বের সবচেয়ে অবসাদগ্রস্ত দেশ ভারত!

একবিংশ শতকের পৃথিবীতে যেমন সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে আধুনিকতা, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে আমাদের ইঁদুর দৌড়। সেইসঙ্গে বাড়ছে মানসিক অশান্তিও। মানসিক অসুস্থতায় ক্রমশ জেরবার আজকের জীবন। আর সেই তালিকাতেই সবার উপরে রয়েছে ভারত! হ্যাঁ, বিশ্বের সবচেয়ে ডিপ্রেসড দেশ হল ভারত। 

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু-এর করা একটা সমীক্ষায় এমনই একটা তথ্য উঠে এসেছে। ভারতের পরেই স্থান চিন এবং আমেরিকার। তাঁদের রিপোর্ট অনুযায়ী, ভারতেই সবথেকে বেশি মানসিক অসুস্থতার ঘটনাগুলি ঘটে। শুধু তাই নয়, ভারতের মোট জনসংখ্যার ৬.৫ শতাংশ অত্যন্ত সিরিয়াস মানসিক সমস্যায় ভুগছেন। এবং তাঁদের মধ্যে অধিকাংশেরই বয়স কম।

এত মানসিক অসুস্থতার ঘটনা যেখানে ঘটে, সেখানকার চিকিৎসার ব্যবস্থা কীরকম? হু-এর রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারতে মাত্র ৫০০০ মনোবিদ এবং ২০০০ মনোরোগ বিশেষজ্ঞ রয়েছেন। যা রোগী অনুপাতে অনেকটাই কম। যার ফলে, সঠিক চিকিৎসা থেকে অনেককেই বঞ্চিত হতে হয়।