সৌরশক্তির সাহায্যে চলবে ট্রেন, উদ্যোগ ব্রিটেনের

এনার্জি এবং জ্বালানি সংকটে ভুগছে পৃথিবী। এর কারণ একটাই, মানুষ এবং তাদের নমনীয় সতর্কতা। সংকটের কারণে সব কিছু বন্ধ করে দেওয়াও যায় না আবার, দৈনন্দিন জীবন তাতে বিগড়ে যাবে। এহেন অবস্থা প্রতিরোধ করতে ব্রিটেনের রেলপথের জ্বালানি নিয়ে অভিনব এই ভাবনা চিন্তা সামনে এল।

সৌরশক্তি ট্রেন চালানোর কাজে ব্যবহার করার উদ্যোগ গ্রহণ করেছে দেশটি। ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট থেকে ফান্ডিং পেয়ে রাইডিং সানবিমস নামের একটি সংস্থা এই প্রকল্পে কাজ করছে। প্ল্যানটির প্রথম প্রয়োগ ২৩ আগস্টে করা হয়। হ্যাম্পশায়ার, অ্যালডারশটে একটি ১০০-প্যানেল শক্তিশালী সৌর রিগকে নেশনাল গ্রিডকে বাইপাস করে লাইনের সিস্টেমে একটি আনুষঙ্গিক ট্রান্সফরমারের সঙ্গে সংযুক্ত করা হয়েছিল। রাইডিং সানবিমসের ডিরেক্টর লিও মূরে আশা করেন যে, উদ্যোগটি পরিবেশ বাঁচানোর পাশাপাশি রেল, ট্রাম, মেট্রো সঠিক ভাবে বজায় রাখার খরচা কমিয়ে দেবে।

২০২০-র মধ্যে গোটা ব্রিটেনে সিস্টেমটি চালু হবে বলে আশা করা যাচ্ছে। অভিনব এই উদ্যোগটি থেকে অনুপ্রেরণা নিয়ে গোটা বিশ্বে এটি শুরু হওয়ার আশা অদূর ভবিষ্যতে রাখাই যায়।

Latest News See More