৫৪ বছর বয়সে বক্সিং-এ ফিরছেন কিংবদন্তি মাইক টাইসন

১৯৮৬ সালে সারা পৃথিবীর সামনে বক্সিং হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসাবে আত্মপ্রকাশ করে একটি ২০ বছরের একটি যুবক। বক্সিং-এর ইতিহাসে এত কম বয়সে এই সম্মান লাভ করেনি আর কেউ। তারপর টানা দুই দশক ধরে বিশ্বের কাছে তিনি ছিলেন রীতিমতো ত্রাস। হ্যাঁ ঠিকই ধরেছেন, তিনি কিংবদন্তি বক্সার মাইক টাইসন। তবে দীর্ঘ ১৫ বছর এই মানুষটিকে দেখা যায়নি রিং-এ। তবে সবাইকে চমকে দিয়ে আবারও ফিরতে চলেছেন তিনি।

এখন মাইকের বয়স ৫৪ বছর। আর এই বয়সেও বুড়ো হাড়ে ভেলকি দেখাতে প্রস্তুত তিনি। গত মে মাসেই তাঁর অনুশীলনের ভিডিও প্রকাশ পায়। আর তার পর থেকেই সবাই অপেক্ষায় ছিলেন, আবার কবে গ্লাভস হাতে দেখা যাবে মাইককে? সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাইক জানিয়েছেন আগামী ১২ সেপ্টেম্বর তিনি মুখোমুখি হবেন ৫১ বছরের রয় জোনস জুনিয়রের।

দুই দশক পৃথিবী কাঁপানোর পর ৯০-এর দশকের শেষ থেকে খানিকটা পিছনের সারিতে চলে যেতে থাকে মাইকের নাম। এরপর ২০০৫ সালে কেভিন ম্যাক-ব্রাইডের কাছে পরাজিত হওয়ার পরেই হঠাৎ অবসর নিলেন মাইক। কিন্তু এতদিন আড়ালে থেকে নতুন করে প্রস্তুতি শুরু করে। তিনি। আর ১৫ বছর পর সেই রহস্য প্রকাশ্যে আসে। ফলে সেপ্টেম্বর মাসের এই টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার জন্য উৎসুক হয়ে আছেন সারা পৃথিবীর বক্সিং দর্শকরা। আর সেইসঙ্গে পরস্পরের মুখোমুখি হওয়ার প্রতীক্ষা করছেন দুই কিংবদন্তি বক্সারও।

Powered by Froala Editor

আরও পড়ুন
২০২১-এও বাতিল টোকিও অলিম্পিক? সংশয়ের মুখে ভবিষ্যৎ