চলতি মরসুমে থাকছেন বার্সাতেই, ঘোষণা মেসির

অবসান হল সমস্ত জল্পনার। বার্সেলোনাতেই থাকছেন লিও মেসি। কিন্তু জার্সি না বদলালেও পুরনো সম্পর্কে যে চিড় ধরেছে, তা আর আগের মতো নেই, সেই কথাই যেন স্পষ্ট করে দিলেন মেসি। গতকাল এমনই ইঙ্গিত দিয়েছিলেন লিও’র বাবা হোর্হে মেসি। কয়েক ঘণ্টার মধ্যেই সেই ঘোষণাই ফুটে উঠল মেসির মুখে। আশ্বাস পেলেন ন্যু ক্যাম্পের লক্ষ লক্ষ সমর্থক।

তবে একপ্রকার বাধ্য হয়েই যেন ক্লাবে থাকতে হচ্ছে তাঁকে। গত ২৫ আগস্টই মেসি ক্লাব কর্তৃপক্ষকে জানিয়েছিলেন ক্লাবে থাকতে চান না তিনি। তবে এক বছরের চুক্তি থাকার কারণে জটিলতা বাড়ে। আর্জেন্টাইন তারকাকে ছাড়তে কোনো মতেই রাজি নয় ক্যাতালনের ক্লাবটি, তাই ফুটে উঠছিল স্পষ্টভাবে। বার্সেলোনা সাফ জানিয়ে দিয়েছিল, যেতে হলে মেসিকে ৭০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দিয়ে অন্য ক্লাবে যেতে হবে। বাড়ছিল আইনি জটিলতাও। লা লিগা কর্তৃপক্ষও এই বাই-আউট ক্লজের কথায় সায় দিয়েছিল বার্সেলোনাকে।

মেসি সাংবাদিক সম্মেলনে সম্প্রতি জানান, বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর। এই ক্লাব তাঁকে প্রায় সবকিছুই দিয়েছে। এই সম্পর্ককে আদালতে তুলতে নারাজ তিনি। তাই এই পিছিয়ে আসা। পাশাপাশি তাঁর ক্লাব ছাড়ার সিদ্ধান্তে বাসস্থান বদলের কথা ভেবেই কেঁদে ফেলেছিল তাঁর ছেলে। সন্তানের কথাও ভাবিয়েছে তাঁকে।

তবে এদিন ক্লাব প্রেসিডেন্ট মারিও বার্তামেউয়ের ওপর ক্ষোভ উগরে দেন লিও মেসি। জানান, গত বছরই তিনি বার্তামেউয়ের সঙ্গে কথা বলেছিলেন ক্লাব ছাড়ার ব্যাপারে। তবে আলোচনা করার আশ্বাস দিয়েও সাড়া-শব্দ করেননি তিনি। শেষ মুহূর্তে সামনে আনেন বাই-আউট ক্লজের প্রসঙ্গ।

আরও পড়ুন
বার্সা ছাড়ার আবেদন মেসির; মেসি-নেইমার-সুয়ারেজ পেতে মরিয়া টুসেল

শুধু ২০২০-২১ মরসুমটাই এই জার্সিতে দেখা যাবে মেসিকে, তা পরিষ্কার মেসির কথায়। ২ বছর চুক্তি বৃদ্ধির অনুরোধ করা হলে, ফিরিয়ে দেন এলএম১০। পরের বছরেই চুক্তি শেষ হচ্ছে তাঁর। ফলে ফ্রি ট্রান্সফারও পাবেন মেসি। গত মাসে মেসির ঘোষণার পরই ইউরোপের তাবড় ক্লাবগুলো ইঁদুরদৌড়ে নেমেছিল মেসিকে দলে টানার জন্য। খানিকটা হলেও ভাটা পড়ল সেখানে। তবে মেসির চুক্তিবৃদ্ধি না করা আবার ঝড় তুলবে আগামী মরশুমের ক্লাব ট্রান্সফারে...

Powered by Froala Editor

আরও পড়ুন
বায়ার্নের কাছে হারের পর বার্সা ছাড়তে চলেছেন মেসি? দলে পেতে মরিয়া পেপ গুয়ার্দিওলা

More From Author See More