নাসায় হোয়াইট হাউসের প্রতিনিধি ভারতীয় বংশোদ্ভূত ভব্যা

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানা গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূতদের নিয়োগ প্রক্রিয়া চলছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেই প্রশাসনের উচ্চপদে নিযুক্ত হয়েছেন আরও অন্তত ২০ জন ভারতীয় বংশোদ্ভূত। আর সেই তালিকা ধরেই এবার নাসার প্রশাসনিক মহলে নিযুক্ত হলেন বিজ্ঞানী ভব্যা লাল। নাসার অ্যাক্টিং চিফ অফ স্টাফ পদে ঘোষিত হয়েছে তাঁরই নাম।

এমআইটি-র প্রাক্তনী ভব্যা লাল ইতিমধ্যে নানা বৈজ্ঞানিক সংস্থার প্রশাসনিক দায়িত্ব সামলেছেন। ২০০৫ সাল থেকে এখনও পর্যন্ত তিনি ৫টি গুরুত্বপূর্ণ জাতীয় গবেষণা সংস্থায় কাজ করেছেন। এর মধ্যে আবহাওয়া বা সমুদ্রবিজ্ঞানের মতো বিষয়ও রয়েছে। নাসার গুরুত্বপূর্ণ কারিগরি প্রকল্পেও কাজ করেছেন ভব্যা। তবে এবার তাঁর ভূমিকা একেবারে হোয়াইট হাউসের প্রতিনিধি হিসাবে।

নাসা যে শুধু বৈজ্ঞানিক গবেষণা সংস্থা, তাই নয়। নানা সময়ে প্রতিরক্ষা এবং অন্যান্য কাজের দায়িত্বও পালন করে নাসা। আর আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার উন্নত ভাবমূর্তি রক্ষা করার প্রশ্ন তো আছেই। সব মিলিয়ে মার্কিন প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞান সংস্থা অবশ্যই নাসা। আর সেখানে ভারতীয় বিজ্ঞানীদের অংশগ্রহণ বরাবরই চোখে পড়ার মতো। আর এবার তার প্রশাসনিক ভূমিকায় ভব্যা লালের মনোনয়ন ভারতীয়দের জন্য সত্যিই গর্বের বিষয়।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More