প্রযুক্তিই বাজি, চিপ তৈরির দিকে ঝুঁকছে ভারত

প্রযুক্তিই ভবিষ্যৎ। আর সে-কথা মাথায় রেখেই, এবার এবার চিপ-শিল্পের দিকে ঝুঁকছে কেন্দ্র। তাইওয়ানের ফক্সকনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতের কোম্পানি বেদান্ত। এবং তাদের এই যৌথ প্রজেক্টে অনুমোদন দিয়েছে সরকার। বর্তমানে এই ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিতে (Electronics Industries) প্রায় ৭ বিলিয়ন ডলারের লগ্নি করছে কেন্দ্রীয় সরকার। এবং সেমি-কন্ডাক্টর চিপ (Semicon Chips) ইন্ডাস্ট্রির পালেও বাতাস লাগবে, মনে করা হচ্ছে এমনটাই।

হাতের তালুতে ধরে যাবে, এমন ছোট্ট একটা সেমি-কন্ডাক্টর সার্কিট চিপ। কিন্তু তার দৌলতেই চলছে একটা সুপার কম্পিউটার। একটা গোটা সিস্টেম। একটা কোম্পানি। আজ থেকে বছর পঞ্চাশ আগেও যা নিছক কল্পবিজ্ঞান ছিল, তা এখন বাস্তব। শুধু তাই না, এই চিপের আয়তন ক্রমে এতটাই পাতলা হয়ে পড়েছে, যে এখন সেটিকে দেখলে একটি কাগজের টুকরো বলে ভুল হবে। এমন চিপই বাজারে আসতে চলেছে বেদান্ত আর ফক্সকনের হাত ধরে। এবং সেই কথাই ঘোষণা হয়েছে বিগত ১৪ ফেব্রুয়ারি। এই ডিলে ফক্সকন ৪০ শতাংশের অংশীদার। তাইওয়ানের প্রথম সারির চিপ ম্যানুফ্যাকচারিং এই প্ৰতিষ্ঠান বিনিয়োগ করবে, ১১৮.৭ বিলিয়ন ডলার। তবে বেদান্ত-র ক্ষেত্রে এই প্রথম এই সেমিকন্ডাক্টর শিল্পে পা রাখা। এর আগে তারা ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছিলেন এল সিডি স্ক্রিন শিল্পের পেছনে। কিন্তু বেদান্ত প্রাইভেট লিমিটেডের কাছে এটি নতুন ভেঞ্চার বটেই। 

তবে এই সিদ্ধান্তকে ঘিরে বিতর্কও দানা বাঁধছে। অনেকেই বলছেন ফক্সকনের এই বিনিয়োগ আসলে নগণ্য। এর বদলে প্রায় অর্ধেক অংশীদারিত্ব নিয়ে নিচ্ছে তারা। ভয়ের বিষয় বটেই। তবে এই চিপ ম্যানুফ্যাকচারিং শিল্পে ফক্সকন অভিজ্ঞ খেলোয়াড়। তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা ইতিবাচকও হতে পারে। এবং সরকারি সহায়তায় হয়তো ফুলে ফেঁপে উঠতে পারে এই শিল্পতালুক। 

আপাতত কাগজে কলমেই রয়ে গিয়েছে এই ডিল। আগামী দিনে এটি আদৌ ফলপ্রসু হতে পারে কিনা, বলবে সময়।

আরও পড়ুন
ভেঙেছিল সুষুম্নাকাণ্ড, প্রযুক্তির দৌলতে চলচ্ছক্তি ফিরে পেলেন ব্রিটিশ ব্যক্তি

Powered by Froala Editor

আরও পড়ুন
এবার দেখতে পাবেন দৃষ্টিহীনরাও! পথ দেখাচ্ছে প্রযুক্তি