ক্ষুদ্রতম পরিসরে আইনস্টাইনের সময় সম্প্রসারণ রেকর্ড করলেন মার্কিন গবেষকরা

ধরুন স্পেসশিপে চেপে আলোর গতিবেগে বছর পাঁচেক ঘুরে এলেন পৃথিবীর চারিদিকে। কিন্তু এই গ্রহে ফেরার পর যদি দেখেন আপনার সমবয়সী বন্ধু কিংবা যমজ ভাইয়ের বয়স বেড়ে গিয়েছে পঞ্চাশ বছর? 

১৯০৬ সাল। গোটা পদার্থবিদ্যার জগৎকে ওলটপালট করে দিয়েছিল আইনস্টাইনের প্রস্তাবিত এমনই একটি প্যারাডক্স। টুইন ব্রাদার প্যারাডক্স। যার কেন্দ্রে ছিল আপেক্ষিকতাবাদ তত্ত্ব। আইনস্টাইন (Einstein) গাণিতিকভাবে দেখিয়েছিলেন, উচ্চ গতিসম্পন্ন বিশেষ করে আলোর সমতুল্য গতিসম্পন্ন পদার্থের ক্ষেত্রে সময়ের গতি হ্রাস পায়। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলে ‘টাইম ডাইলেশন’ বা ‘সময় সম্প্রসারণ’ (Time Dilation)। 

আইনস্টাইনের সেই তত্ত্বের সত্যতা পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে বাস্তবেও। তবে দৈনন্দিনের জীবনে তার আভাষ পাওয়ার সুযোগ নেই কোনো। প্রথমত, এই পরীক্ষার জন্য প্রয়োজন পড়ে উচ্চ গতিসম্পন্ন কণা। দ্বিতীয়ত, সেই কণার দীর্ঘ যাত্রাপথ না হলে সময়ের পরিবর্তন বোঝার কোনো উপায় থাকে না। তবে এবার অসম্ভবকেই সম্ভব করে দেখালেন গবেষকরা। বিশ্বের সবচেয়ে নির্ভুল ঘড়ি নির্মাণ করে ছোটো স্কেলে সময় সম্প্রসারণকে রেকর্ড করলেন মার্কিন বিজ্ঞানীরা। 

উল্লেখযোগ্য এই সাফল্যের পিছনে রয়েছে বিজ্ঞানী সংগঠন জেআইএলএ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি এবং ইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডারের গবেষকরা যৌথভাবে তৈরি করেছিলেন এই সংগঠন। তাঁদের দৌলতেই সামনে এসেছিল বিশ্বের নির্ভুলতম ঘড়ি। যা প্রচলিত অ্যাটোমিক ক্লকের তুলনায় ৫০ গুণ নির্ভুলভাবে সময় গণনা করতে সক্ষম। অর্থাৎ, প্রায় ১৫ বিলিয়ন বছরে তার ভুলের পরিমাণ মাত্র ১ সেকেন্ড। 

আরও পড়ুন
আইনস্টাইনের ‘বাস্তবতা’-কে চ্যালেঞ্জ ভারতীয় গবেষকদের

এই ঘড়ির সাহায্যেই মাত্র ১ মিলিমিটার যাত্রাপথে টাইম ডাইলেশনের ঘটনা রেকর্ড করেন মার্কিন গবেষকরা। এটিই এখনও পর্যন্ত ক্ষুদ্রতম পরিসরে আপেক্ষিকতাবাদের পরীক্ষিত প্রমাণ। পাশাপাশি তাঁদের তৈরি কোয়ান্টাম কোহেরেন্স অবস্থা স্থায়ী ছিল প্রায় ৩৭ সেকেন্ড। পদার্থবিদ্যার জগতে এও এক নতুন রেকর্ড। সম্প্রতি এই গবেষণার কথা প্রকাশিত হয়েছে প্রথম সারির বিজ্ঞান জার্নাল নেচার পত্রিকায়। 

আরও পড়ুন
হাবল টেলিস্কোপে ধরা দিল দূরতম আইনস্টাইন বলয়

পরবর্তী এই পরীক্ষা সময় ও কালের সম্পর্ক, স্পেসের বক্রতা এবং সনাতন ও কোয়ান্টাম পদার্থবিদ্যার সম্পর্ককে বুঝতে সাহায্য করবে বলেই অভিমত বিজ্ঞানীদের। বলার অপেক্ষা থাকে না, গবেষকদের এই সাফল্য এক নতুন দিগন্ত খুলে দিল পদার্থবিদ্যার জগতে…

আরও পড়ুন
ব্ল্যাকহোল থেকে আলোকরশ্মির নির্গমন! প্রমাণ মিলল আইনস্টাইনের তত্ত্বের

Powered by Froala Editor