ব্যবসার পক্ষে সুবিধাজনক ভারত, এগোল র‍্যাঙ্কিং

ভারতের অর্থনৈতিক অবস্থা তলানির দিকে – এ-খবর কমবেশি সকলেই জানেন এখন। তবু, এর মধ্যেও খানিক আশার আলো দেখা গেল। বিশ্বব্যাঙ্কের এবারের রিপোর্টে, ব্যবসার জন্য সুবিধাজনক দেশ হিসেবে ভারত বিশ্বে ৬৩তম স্থান দখল করেছে।

প্রতিবছর বিশ্বব্যাংক একটি তালিকা প্রকাশ করে, যে তালিকা থেকে জানা যায়, কোন দেশ ব্যবসা তথা লগ্নির পক্ষে উপযোগী। এই তালিকার পোশাকি নাম হল ‘ইজ অফ ডুয়িং বিজনেস’। এই তালিকায় এবারে ভারত ১৪ ধাপ উঠে এসে বিশ্বে ৬৩তম স্থান দখল করেছে। গতবছর ১৯০টি দেশের মধ্যে ভারতের জায়গা ছিল ৭৭তম। শুধু তাই নয়, ‘বেস্ট পারফর্মার’ হিসেবে ১০টি দেশের মধ্যেও নিজের জায়গা ধরে রেখেছে ভারত। ‘বেস্ট পারফর্মার’ দেশগুলির মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর ও হংকং।

ভারতের পক্ষে এই খবর ভেঙে পড়া অর্থনীতির পালে একটা ঘুরে দাঁড়ানোর হাওয়া জোগাবে বলেই মনে করছেন বণিকমহলের একাংশ। এখন দেখার, দেশের অর্থনীতি সত্যিই চাঙ্গা হয়ে ওঠে কিনা।