প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়, এক বিচিত্র অভিনয়-জীবনের সমাপ্তি

২০২০ সাল যেন একের পর এক বিদায়ের বার্তা নিয়েই হাজির হচ্ছে। এর মধ্যেই বাংলার বিনোদন জগতে ঘটে গেল আরও এক নক্ষত্রপতন। রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা সিনেমা এবং টেলিভিশনের জগতের অন্যতম বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন হৃদযন্ত্রের অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন মনু মুখোপাধ্যায়। শেষ পর্যন্ত আর লড়াই জিততে পারলেন না তিনি। রবিবার সকালেই এল অন্তিম সংবাদ।

‘পাতালঘর’ সিনেমার সেই গানের দৃশ্যে মনু মুখোপাধ্যায় বলেছিলেন, “পাবে না এমন দ্বিতীয় অপয়া”। অপয়া কিনা জানা নেই, তবে মনু মুখোপাধ্যায়ের মতো বিচিত্র অভিজ্ঞতার অভিনেতা সত্যিই বিরল। বিশ শতকের প্রথম দিকের থিয়েটার অভিনেতা অমরেন্দ্র মুখোপাধ্যায়ের ছেলে তিনি। অভিনয় শুরু বেশ কম বয়স থেকেই। তবে তখন দাঁড়ি-গোঁফহীন মনু মুখোপাধ্যায়কে করতে হত গ্রাম্য মহিলার চরিত্র। এরপর ১৯৫৭ সালে থিয়েটারে প্রম্পটার হিসাবে পেশাজীবনে প্রবেশ। তবে তার কিছুদিনের মধ্যেই এসে গেল সিনেমার প্রস্তাব। প্রথম চলচ্চিত্র ‘সুদামা’ মুক্তি না পেলেও মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ ছবিতে সকলেরই নজর কারলেন তিনি।

এরপর সত্যজিৎ রায়ের সঙ্গেও কাজ করেছেন। ‘মছলিবাবা’ চরিত্রে আজও তিনি কিংবদন্তি। পাশাপাশি টেলিভিশন এবং বিজ্ঞাপনের দুনিয়াতেও বারবার দেখা গিয়েছে তাঁকে। এমনকি ২০১৭ সালে ‘ব্যোমকেশ বক্সী’ চরিত্রের উপর নীর্মিতি ওয়েব-সিরিজেও অভিনয় করেছেন তিনি। সম্ভবত বাংলা সিনেমার জগতে সবচেয়ে বেশি অভিজ্ঞতার ডালি নিয়ে ছিলেন মনু মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল একটি অধ্যায়।

Powered by Froala Editor

আরও পড়ুন
করোনায় প্রয়াত সরোদশিল্পী ওস্তাদ শাহদাত হোসেন খান