মিড-ডে মিলে নুন-রুটি, খবর প্রকাশ্যে আনায় গ্রেপ্তার সাংবাদিক

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি কম নেই দেশে। মিড-ডে মিলের জন্য ভালো মানের খাবারের ব্যবস্থা থাকলেও ছাত্রছাত্রীরা তা পায় না। উত্তর প্রদেশের মির্জাপুরের হিনাউতা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা খাবার বলতে পায় নুন ও রুটি। কলভদ্রে জোটে সবজি। কিন্তু মিড-ডে মিলে ছাত্রছাত্রীদের পাওয়ার কথা ফল, সবজি, দুধ ইত্যাদি পুষ্টিকর খাবার।

ছাত্রছাত্রীদের শুকনো রুটি ও নুন পাওয়ার খবর প্রথম প্রকাশ্যে এনেছিলেন পবন জয়সওয়াল নামের সাংবাদিক। পবনকে যিনি ওই স্কুলে নিয়ে গেছিলেন, তাঁকে ও পবনকে মির্জাপুর পুলিশ গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে।

পবনের অপরাধ কী ছিল? একজন সাংবাদিক হিসেবে প্রকৃত তথ্য সামনে আনা যদি অপরাধ হয়, তাহলে দেশে যে ‘সুশাসন’ চলছে, তা বলার অপেক্ষা রাখে না। অথচ এ নিয়ে যে পরিমাণ গর্জে ওঠার কথা ছিল, তার শতাংশও হয়নি। উল্টে গ্রেপ্তার হলেন তিনি। সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের হাস্যকর অভিযোগ। এভাবে আর কত ধামাচাপা দেওয়া হবে?

Latest News See More