ডাউন সিনড্রোমকে হারিয়ে মডেলিং, নজির মুম্বাইয়ের জৈনিকার

মাস কয়েক আগের কথা। চলতি বছরের শুরুতেই বিশ্বজুড়ে চর্চায় উঠে এসেছিলেন পুয়ের্তো রিকোর তরুণী সোফিয়া জিরু। ডাউন সিনড্রোমে (Down Syndrome) আক্রান্ত হওয়া সত্ত্বেও মডেলিং-এর জগতে আত্মপ্রকাশ করেছিলেন সোফিয়া। তাও, বিশ্বের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ‘ভিক্টোরিয়া সিক্রেট’-এর মডেল হিসাবে। প্রমাণ করেছিলেন, কোনো প্রতিবন্ধকতাই অজেয় নয়। এবার সেই পথেই হাঁটছেন এক ভারতীয় তরুণীও। 

জৈনিকা জাগাসিয়া (Zainika Jagasia)। মুম্বাইয়ের ১৯ বছর বয়সি জৈনিকা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেইসঙ্গে একাধিক স্থানীয় ও দেশি ব্র্যান্ডের হয়ে বেশ কিছু প্রকল্পে স্বাক্ষরও করেছেন জৈনিকা।

তবে খুব কিছু সহজ ছিল না এই লড়াই। ভূমিষ্ঠ হওয়ার পরেই ধরা পড়েছিল, ডাউন সিনড্রোমে আক্রান্ত জৈনিকা। এই রোগের কারণে ভবিষ্যতে ব্যাহত হবে তাঁর শারীরিক ও মানসিক বৃদ্ধি, প্রভাবিত হবে বুদ্ধিমত্তাও। এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকরা। প্রায় আকাশ ভেঙে পড়েছিল তাঁর বাবা-মায়ের মাথায়। তবে হাল ছাড়েননি তাঁরাও। মাত্র কয়েক মাস বয়স থেকেই শুরু হয়েছিল তাঁর থেরাপি। দিনে প্রায় ৮-১০ ঘণ্টা করে শুধু থেরাপির পিছনে সময় দিতেন জৈনিকার বাবা-মা। 

বলাইবাহুল্য, ফলপ্রসূ হয়েছে তাঁদের লড়াই। হার মানেননি জৈনিকা নিজেও। কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই আয়ত্ত করেছেন স্পোকেন ইংলিশ। স্কুলেও যথেষ্ট উজ্জ্বল জৈনিকা। বোর্ড পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নম্বর এনে রীতিমতো চমক দিয়েছিলেন তিনি। এর পাশাপাশি লকডাউনের সময় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসাবে আত্মপ্রকাশ করেন জৈনিকা। বোন গীতিকার সঙ্গে হাত মিলিয়ে শুরু করেন বেকিং। প্রথমে কেক কিংবা কুকিস বেকিং-এর ভিডিও তিনি প্রকাশ করতেন ইনস্টাগ্রামে। পরবর্তীতে নিজেই খুলে ফেলেন একটি আস্ত বেকারি। শুরু করেন হোম ডেলিভারিও। 

আরও পড়ুন
সন্তান প্রতিপালনে বাধা নয় ডাউন সিন্ড্রোম, ছেলেকে ডাক্তার বানিয়ে গর্বিত বাবা

এই কাজ আনন্দ দিলেও, ছোটো থেকেই তাঁর স্বপ্ন ছিল একজন সফল মডেল হওয়ার। ২০২১ সালে তাঁর সেই স্বপ্ন পূরণ করেন তাঁর বাবা-মা। ফটোশ্যুটের ব্যবস্থা করেছিলেন তাঁরাই। সোশ্যাল মিডিয়ায় সে-সব ছবি ভাগ করে নেন জৈবিকা। এরপর হঠাৎ করেই বদলে গিয়েছিল তাঁর জীবন। তাঁর সঙ্গে যোগাযোগ করেন মুম্বাইয়ের বিভিন্ন সংস্থা। আসতে থাকে একের পর এক মডেলিং-এর অফার। নিজের শহরে মডেলিং-এর দুনিয়ায় আজ জৈনিকাকে প্রতিষ্ঠিত বলাই চলে। তবে তাঁর লক্ষ্য, আগামীদিনে ভারতের প্রতিনিধি হিসাবে আন্তর্জাতিক দুনিয়ায় আত্মপ্রকাশ করা, গুচি-র র‍্যাম্পে হাঁটা। সেই লক্ষ্যেই নিজেকে তৈরি করছেন মুম্বাইয়ের ১৯ বছর বয়সি তরুণী…

আরও পড়ুন
ব্রিটেনের টিভি চ্যানেলের উপস্থাপনায় ডাউন সিন্ড্রোমে আক্রান্ত যুবক

Powered by Froala Editor

Latest News See More