রোমান সাম্রাজ্য ও অজস্র যুদ্ধের কাহিনি নিয়ে ধুঁকছে স্পেনের তরবারি শিল্প

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে দূরত্ব মাত্র ৭৫ কিলোমিটার। ছোটো ছোটো পাহাড় আর মালভূমির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট একটি শহর। না, মাদ্রিদ, সেভিয়া, ভ্যালেন্সিয়ার মতো কলরব নেই এই শহরে। বরং, তা এখনও ধরে রেখেছে মধ্যযুগীয় সভ্যতার পরিগন্ধ। টলেডো। প্রায় দু’হাজার বছর পুরনো এই জনপদ পরিচিত ‘সিটি অফ থ্রি কালচারস’ অথবা তিন সংস্কৃতির শহর নামে। ইহুদি, ইসলাম আর খ্রিস্টান ধর্ম মিলেমিশে রয়েছে সর্বাঙ্গে। তবে প্রাচীন কাল থেকে এই শহরের খ্যাতির পিছনে লুকিয়ে রয়েছে অন্য একটি কারণ। আর তা হল তরবারি তৈরির কারখানা। দুশো বছর আগেও এই শহরের মানুষদের প্রধান পেশা ছিল তরবারি তৈরি করা। বর্তমানে সেই ঐতিহ্যবাহী পেশাই যেন চিরকালের মতো অবলুপ্ত হতে বসেছে টলেডো থেকে।

আজ থেকে প্রায় দু’হাজার বছর আগে লৌহযুগের সূত্রপাত হয়েছিল স্পেনের টলেডোতে। শুরুতে অবশ্য লোহার সব ধরনের সামগ্রীই তৈরি করত টলেডোর ব্যবসায়ীরা। তবে টলেডোয় তৈরি সেই লোহার খ্যাতি অল্প দিনের মধ্যেই স্পেনের বাইরে ছড়িয়ে পড়ে তার দৃঢ়তার জন্য। সেই খবর পৌঁছেছিল রোমেও। তারপর খোদ রোমান সম্রাটদের থেকেই ধারাবাহিকভাবে আসতে থেকে তরবারি তৈরির বায়না। দ্বিতীয় পিউনিক যুদ্ধেও ব্যবহৃত হয়েছিল টলেডোর তৈরি তরবারি। 

আশ্চর্যের বিষয় হল, টলেডোর তৈরি তরবারি সংরক্ষণ করা যায় বছরের পর বছর ধরে। কয়েক শতক সংরক্ষণের পরেও তাতে এতটুকু বিচ্যুতি কিংবা ফাটল নজরে আসে না। রোমান সাম্রাজ্যের পতনের পরেও গ্রিস, ইতালি-সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তরবারি সরবরাহ করতেন টলেডোর ব্ল্যাকস্মিথরা। সেই ব্যবসা সমানভাবে চলেছিল উনিশ শতকের শেষ লগ্ন পর্যন্ত। তারপরেই ক্রমশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়তে থাকে যুদ্ধে। প্রধান্য হারায় টলেডোর ‘সোল অফ আয়রন’ খ্যাত তরবারি।

সেই সময় থেকেই কমতে শুরু করে কামারের সংখ্যা। পেশা বদল করেন টলেডোর অধিকাংশ ব্ল্যাকস্মিথই। তবে সাম্প্রতিক সময়ে সেই ছবি বদলে গেছে সম্পূর্ণভাবে। বর্তমানে গোটা শহরে ঐতিহ্য ধরে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন মাত্র দু’জন ব্ল্যাকস্মিথ। অ্যান্টোনিও অ্যারেলানো জানাচ্ছেন, বর্তমানে তরবারির গ্রাহক মূলত সংরক্ষক এবং পর্যটকরা। টলেডোর প্রাচীন ঐতিহ্য ব্যক্তিগত সংগ্রহে রাখার জন্যই বেশির ভাগ মানুষ তরবারি কিনে নিয়ে যান এই শহর থেকে। কিন্তু মহামারীর আবহ শেষ পেরেক পুঁতে দিয়েছে সেই কফিনেও। পর্যটকদের অভাবে কার্যত মাছি তাড়াচ্ছে শতাব্দীপ্রাচীন এই শহরের দুটি কর্মশালাই। 

আরও পড়ুন
শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের ইতি, বন্ধ হতে চলেছে রেলের মুদ্রিত টাইমটেবিল

তবে টেকসই এই তরবারি তৈরির প্রক্রিয়াও বেশ দীর্ঘ। এক একটি তরবারি তৈরিতে সময় লেগে যায় প্রায় এক সপ্তাহ। খরচ পড়ে ৪০০ থেকে ৫০০ ইউরো। চলতি সময়ে আর্থিক মন্দার বাজারে তাই নতুন করে উৎপাদন করতেও ভরসা পাচ্ছেন না টলেডোর ব্ল্যাকস্মিথরা। সেইসঙ্গে টলেডোর পাশাপাশি বর্তমানে এশিয়ার একাধিক শহরে একইভাবে তৈরি হয় তরবারি। যা বাজার দখল করেছে অনেকটাই। একশো বছর আগেও টলেডোর তরবারি তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ অজানা ছিল গোটা বিশ্বের কাছে। বিশ শতকের শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সময় সামনে আসে সেই রহস্য। মূলত দু’ধরনের লোহার সংমিশ্রণে এই ইস্পাত তৈরি করে থাকেন টলেডোর কর্মকাররা। যার মধ্যে একটিতে কার্বনের পরিমাণ থাকে অত্যন্ত বেশি, অন্যটিতে কম। এই প্রযুক্তি সামনে আসার পরেই টলেডোর ব্যবসায় ছন্দপতন হতে থাকে ধারাবাহিকভাবে। 

আরও পড়ুন
বেসরকারিকরণের পথে ২৪৬ বছরের ঐতিহ্যবাহী ‘অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড’

১৯৮৬ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ আখ্যা দিয়েছিল টলেডোকে। তবে শহরের স্থাপত্য সংরক্ষণে আগ্রহ দেখালেও শিল্পীদের কথা ঘুণাক্ষরেও ভাবেনি স্পেনের সরকার। প্রাচীন এই ঐতিহ্যকে সংরক্ষণের জন্যেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে এই সংকটকালে দাঁড়িয়েও ঐতিহ্য রক্ষার সেই লড়াইকে নিজেদের কাঁধেই তুলে নিয়েছেন টলেডোর শেষ দুই ব্ল্যাকস্মিথ— মারিয়ানো যামোরানো এবং অ্যান্টোনিও অ্যারেলানো। দু’জনের বয়সেই ছুঁয়েছে সত্তরের কোটা। কিন্তু তারপর? টলেডোর এই বর্ণময় ইতিহাসের ভবিষ্যৎ যে কী— তা নিজেরাও জানেন না তাঁরা…

আরও পড়ুন
স্বাদে-সৌন্দর্যে মুগ্ধ রবীন্দ্রনাথ, নন্দলাল; ঐতিহ্যবাহী গয়না বড়ি এবার আপনার নাগালেও

Powered by Froala Editor