শেষ দেখা ৪০ বছর আগে, লাতিন আমেরিকায় আবারও ফিরে এল হারলেকুইন ফ্রগ

বিশ্বজোড়া করোনা পরিস্থিতি ও লকডাউনের মুহূর্তে বেশ কিছু খবর উঠে এসেছে আমাদের সামনে। তার অনেকটাই পরিবেশ সংক্রান্ত। দূষণ কমে যাওয়ার ফলে পরিবেশ তো ঝকঝকে হয়েছিলই, সেই সঙ্গে যেন প্রাণ ফিরে পেয়েছিল বন্যপ্রাণী, জলের জীবরা। এখানেই থেমে ছিল না সেই খবর। এমন কিছু প্রাণীকেও দেখা গেছে, যাদের বিগত কয়েক দশক ধরে সামনে দেখা যায়নি। এবার লাতিন আমেরিকাতে নতুনভাবে সামনে এল হারলেকুইন ফ্রগ। প্রায় চল্লিশ বছর পর এমন ঘটনা ঘটায় উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

ছোট্ট, রংচঙে একটি ব্যাঙ। দেখলেই মুগ্ধ হয়ে যায় সবাই। কিন্তু অতদূরই ঠিক আছে। ধরতে গেলেই সমস্যা। বিশ্বের অন্যতম বিষাক্ত ব্যাঙের প্রজাতি হল এই হারলেকুইন ফ্রগ। মূলত নিরক্ষীয় অঞ্চলে এদের সন্ধান পাওয়া যায়। বেশিরভাগ হারলেকুইন ব্যাঙের বসতি ছিল লাতিন আমেরিকায়। ‘ছিল’, কারণ ১৯৮০ সাল থেকে এই ব্যাঙ আর দেখা যায় না। অনেক সন্ধান করেও কোনো হদিশ পাননি বিশেষজ্ঞরা। এমনিতেই ইউনেস্কোর বিলুপ্তপ্রায় প্রাণীদের তালিকায় লাল কালিতে নাম রয়েছে হারলেকুইন ফ্রগের। প্রায় ৪০ বছর সন্ধান না পাওয়ার জন্য বিজ্ঞানীরা ভেবেছিলেন, হয়তো পৃথিবী থেকে অবলুপ্তই হয়ে গেছে এই প্রাণীটি। মানুষের উপদ্রব, গাছ কাটা তো বটেই; সেইসঙ্গে একটি বিশেষ রোগের কারণে (সাইট্রিডায়োমাইসিস) এদের এই অবস্থা… 

সম্প্রতি সেই ধারণা একটু ভাঙল ইকুয়েডরে। কানাডার হারপেটোলজিস্ট মেলিসা কসটেলস সেখানে হারলেকুইন ফ্রগের একটি প্রজাতির হদিশ পেয়েছেন। জার্নালে প্রকাশিত এই রিপোর্ট আপাতত স্বস্তি দিয়েছে প্রাণীবিদদের। এখন এই প্রাণীদের যাতে সংরক্ষণ করা হয়, যাতে আবার না অবলুপ্ত হয়ে যায় সেই চেষ্টা করারই কথা বলছেন তাঁরা। 

Powered by Froala Editor

আরও পড়ুন
পৃথিবীর প্রথম স্থলচর প্রাণী এটিই, নয়া প্রযুক্তির সাহায্যে সন্ধান পেলেন বিজ্ঞানীরা

More From Author See More