শারীরিক দূরত্ব বজায় রাখবেন কোথায়? হদিশ দিচ্ছে গুগল ম্যাপই

লকডাউন কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে পৃথিবীর প্রতিটি দেশ। করোনা সংক্রমণের আতঙ্ক যায়নি এখনও। অথচ এই আতঙ্কের মধ্যেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় পা দিতে হচ্ছে মানুষকে। তবে চিন্তা নেই, এই পরিস্থিতিতেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পথের সাথী গুগল ম্যাপস।

রাস্তায় কোথায় যানজট, কোথায় ট্রাফিকের সমস্যা, অথবা অপরিচিত জায়গায় পৌঁছতে কোন রাস্তাই বা ধরতে হবে? এই সব প্রশ্নের উত্তর পেতে পকেট থেকে মোবাইল ফোন বের করে গুগল ম্যাপস খুললেই হয়। আর এখন জানতে পারবেন, কোন সময়ে কোন রাস্তায় পথচারীর ভিড়, কোথায় গেলে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন হবে। তাছাড়া অনেককে এই সময় বিদেশেও পাড়ি দিতে হচ্ছে। সেক্ষেত্রে নতুন দেশের করোনা নিয়ন্ত্রক প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে খোঁজ নেওয়াও কঠিন। এই কাজটাও এখন করে দেবে গুগল ম্যাপস। জানিয়ে দেবে কোথায় আপনাকে কীধরনের সতর্কতা নিতে হবে।

আপাতত ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো পৃথিবীর ১৩টি দেশে এই পরিষেবা চালু হয়েছে। তার মধ্যে আছে ভারতও। তবে শিগগিরই পরিষেবার পরিধি আরও বাড়াতে চলেছে গুগল। সেইসঙ্গে বিভিন্ন এলাকার স্বাস্থ্যকেন্দ্র এবং করোনা পরীক্ষা শিবির সম্মন্ধেও তথ্য আপডেট করার পরিকল্পনা নিয়েছেন আধিকারিকরা। আর এই পরিষেবা যে করোনার বিরুদ্ধে লড়াইতে কাজে লাগবে, সেই ব্যাপারেও আশাবাদী কোম্পানি।

Powered by Froala Editor

আরও পড়ুন
সিঙ্গাপুরের পার্কে নজরদারি রোবট-কুকুরের, শারীরিক দূরত্ব নিশ্চিত করতে উদ্যোগ