মশার জনসংখ্যা নিয়ন্ত্রণে আনবে ‘কৃত্রিম’ মশা, উদ্যোগ ফ্লোরিডা প্রশাসনের

বাক্সবন্দি হাজার হাজার মশা। আর সেই বাক্স খুলে দেওয়া হল ঘন জনবসতিপূর্ণ এলাকায়। সম্প্রতি এমন ছবিই ধরা পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। প্রতি বছর গোটা বিশ্বে মশাবাহিত রোগের জন্য মৃত্যু হয় অসংখ্য মানুষের। সেখানে দাঁড়িয়ে হঠাৎ নতুন করে মশা সংযোজন কেন প্রকৃতিতে?  না, যেমনটা ভাবছেন ঠিক তেমন নয়। এ আসলে অনেকটা ‘বিষে বিষে বিষক্ষয়’। জিনগত বদলের মাধ্যমে জৈবিকভাবে তৈরি এই মশাই নিয়ন্ত্রণে আনবে মশার জনসংখ্যা। এমনটাই জানাচ্ছেন গবেষকরা।

মশা নির্মূলীকরণের এই অভিনব প্রোজেক্টটি ব্রিটিশ বায়োটেক সংস্থা ‘অক্সিটেক’-এর মস্তিষ্কপ্রসূত। এর আগে ব্রাজিল, পানামা, মালয়েশিয়া, থাইল্যান্ডে মশা নিয়ন্ত্রণের এই ধরনের উদ্যোগ নিয়েছিল সংস্থাটি। তাতে সাফল্যও এসেছিল। আর তা দেখেই গতবছর এগিয়ে এসেছিল মার্কিন প্রশাসন। মশার উপদ্রব থেকে বাঁচতে বরাত দিয়েছিল ব্রিটিশ সংস্থাটিকে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কাঁটা দিয়ে কাঁটা তোলা সম্ভব হচ্ছে কীভাবে?

অক্সিটেকের গবেষক জানাচ্ছেন, তাঁরা এই প্রোজেক্টের জন্য বেছে নিয়েছিলেন পুরুষ মশাকে। সাধারণত, পুরুষ মশা মানুষকে কামড়াতে অক্ষম। ফলে রোগ ছড়ানোর সম্ভাবনা নেই। অন্যদিকে জিনগত পরিবর্তনের ফলে, তাদের সঙ্গে মিলনের পর স্ত্রী মশার দেহে তৈরি হয় এক বিশেষ ধরনের প্রোটিন। যার দরুন প্রজননের বয়সে পৌঁছনোর আগেই মারা যায় স্ত্রী মশাগুলি। বন্ধ হয়ে যায় বংশবিস্তারের পথ। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে মশার জনসংখ্যা।

মার্কিন প্রদেশে এডিস ইজিপ্টি প্রজাতির মশার ওপরেই এই পদ্ধতি ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। যদিও এডিস ইজিপ্টির সংখ্যা যুক্তরাষ্ট্রে প্রাপ্ত মশাদের মাত্র ৪ শতাংশ। কিন্তু ডেঙ্গু, চিকেনগুনিয়া, ইয়েলো ফিভার, জিকা ইত্যাদি রোগের জন্য দায়ী এই প্রজাতি। তাই মশা নির্মূলীকরণে এই বিশেষ প্রজাতিটিকেই বেছে নিয়েছেন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের আধিকারিকরা। 

আরও পড়ুন
বায়োমিথেন-কে জ্বালানি করেই ছুটবে রেল, পরিবেশবান্ধব প্রযুক্তির সন্ধান দিল মার্কিন সংস্থা

তবে সরকারের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিরোধিতা করেছে ‘সেন্টার ফর ফুড অ্যান্ড সেফটি’, ‘ফ্লোরিডা কিই এনভায়রনমেন্ট কোয়ালিশন’-সহ একাধিক সংস্থা। পরিবেশবিদদের আশঙ্কা, মশার জেনেটিক্যাল পরিবর্তনের ফলে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতে পারে। অথবা, এই ঘটনার জেরে মশাদের মধ্যে দেখা যেতে পারে অজানা অভিযোজন। যার ফলাফল হতে পারে আরও ভয়ঙ্কর। যদিও একাধিক জায়গায় এই প্রযুক্তি ব্যবহার করার পরেও, সেই ধরনের প্রমাণ মেলেনি কোনো… 

আরও পড়ুন
আকণ্ঠ মদ্যপান করে, জ্বলন্ত সিগারেট নিয়ে মশারির ভেতর ঢুকে পড়ল বাপ্পা

Powered by Froala Editor

আরও পড়ুন
দেওয়াল জুড়ে সবুজের ছোঁয়া, কলকাতার এই বাড়িই যেন ছোট্ট বায়োস্ফিয়ার