মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতেই প্রয়াত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী

মাত্র দুই সপ্তাহ আগেই ইতিহাস মনে রেখে অনুষ্ঠিত শুরু হল মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী। ঠিক ৫০ বছর আগে পাকিস্তানি সেনার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক সৈনিক। একাত্তরের যোদ্ধা কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। শুধু মুক্তিযোদ্ধাই নন, বাংলাদেশের সঙ্গীতজগতে এক উজ্জ্বল নাম ইন্দ্রমোহন রাজবংশী। তবে চিরকালের প্রচারবিমুখ মানুষটি নীরবেই বিদায় নিলেন। করোনা সংক্রমণের কারণেই ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ।

নদীনালার দেশে বড়ো হয়েছেন ইন্দ্রমোহন। ছোটো থেকেই তাঁর মনের মধ্যে প্রকৃতির রূপ সাড়া জাগাত। সেই সূত্রীই খুব কম বয়সে লোকগানের দলে যোগ দিয়েছেলেন তিনি। ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি, সারি প্রভৃতি লোকসঙ্গীতের ভিতর দিয়ে নিজেকে যখন গড়ে তুলছেন, তখনই এসে পড়ল মুক্তিযুদ্ধ। খানসেনাদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন ইন্দ্রমোহন। কিন্তু আচমকা পাক সেনার হাতে ধরা পড়ে যান তিনি। বেশ কিছুদিন পাক বাহিনীতে দোভাষীর কাজও করতে হয় তাঁকে। অবশেষে পালিয়ে এসে যোগ দিয়েছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।

পাশাপাশি চালিয়ে গিয়েছেন লোকসঙ্গীতের চর্চা। বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের প্রতিষ্ঠাতাও তিনি। বেশ কিছু হারিয়ে যাওয়া কথককবির গান উদ্ধার করেন তিনি। পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন ইন্দ্রমোহন রাজবংশী। পাশাপাশি সিনেমার প্লে-ব্যাক শিল্পী হিসাবেও খ্যাতি অর্জন করেছিলেন ইন্দ্রমোহন। ১৯৬৭ সালে ‘চেনা-অচেনা’ চলচ্চিত্র দিয়ে শুরু। তারপর একের পর এক সিনেমায় প্লে-ব্যাক করে গিয়েছেন।

গত বৃহস্পতিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে মহাখালি মেট্রোপলিটান হাসপাতালে ভর্তি হয়েছিলেন ইন্দ্রমোহন। প্রাথমিক চিকিৎসার পর করোনা পরীক্ষা করাতেই অসুস্থতার কারণ ধরা পড়ে। এরপর তাঁকে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসায় শেষপর্যন্ত শিল্পী সাড়া দিয়েছিলেন বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু অবশেষে তাঁরা পরাজিত হলেন। মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতেই বাংলাদেশ হারাল বীর সন্তানকে।

আরও পড়ুন
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার এক বাঙালি; সামলেছেন সুদানের দায়িত্বও!

Powered by Froala Editor

More From Author See More