৯/১১-পরবর্তী বিদ্বেষের প্রথম শিকার এক ভারতীয়!

আজ থেকে বছর কুড়ি আগের ঘটনা। দিনটা ছিল ১৫ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার মেসা অঞ্চলে নিজের গ্যাসস্টেশনে ফুলগাছের চারা লাগাচ্ছিলেন প্রবাসী ভারতীয় বলবীর সিং সোধি (Balbir Singh Sodhi)। এমন সময়ই গ্যাসস্টেশনে এসে দাঁড়ায় একটি কালো ট্রাক। সহকর্মী লুইস লেডেসমাকে চারা বসানোর কাজ দিয়ে নিজেই এগিয়ে গিয়েছিলেন বলবীর। কিন্তু মুহূর্তের মধ্যেই যে ট্র্যাজিক মোড় নেবে পরিস্থিতি, সে ব্যাপারে বিন্দুমাত্র ধারণা ছিল না তাঁর। একবার নয়, টানা পাঁচ বার ঝলসে উঠল গাড়িচালকের হ্যান্ডগান। ঘটনাস্থলেই মৃত্যু হয় বলবীরের। 

কিন্তু আকস্মিক এই হত্যাকাণ্ডের কারণ কী? অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া-সহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলের গ্যাসস্টেশনে সশস্ত্র ডাকাতি অত্যন্ত সাধারণ ঘটনা। প্রাথমিকভাবে তেমনটাই ভেবেছিলেন বলবীরের পরিবারের লোকজন। তবে থানায় যেতেই সেই ভুল ভাঙে তাঁদের। না, অর্থের জন্য কোনো ডাকাতি নয়। বরং, বলবীরের হারানোর পিছনে দায়ী ছিল ধর্মবিদ্বেষ।

হত্যাকাণ্ডের সময়টা মন দিয়ে খেয়াল করলেই বোঝা যাবে সেটা। ঠিক তার চারদিন আগেই ঘটে গিয়েছিল বিশ্বের ইতিহাসে সবথেকে ভয়াবহতম সন্ত্রাসবাদী হামলা। ৯/১১ (9/11)। লস্কর-ই-তৈবা জঙ্গিদের নৃশংসতায় গুঁড়িয়ে গিয়েছিল টুইন টাওয়ার, পেন্টাগন। মারা গিয়েছিলেন প্রায় ৩ হাজার মানুষ। আর ঠিক তার পরেই মার্কিন টেলিভিশনে ফুটে উঠেছিল সন্ত্রাসগোষ্ঠীর নেতা ওসামা-বিন লাদেনের মুখ। ওসামা-র প্রতিচ্ছবিই হিংসার বীজ ছড়িয়ে দিয়েছিল মার্কিন সমাজে। মুহূর্তেই সমগ্র মুসলমান সম্প্রদায় চোখের বিষ হয়ে উঠেছিল মার্কিনিদের।

কিন্তু প্রশ্ন থেকে যায় অন্য জায়গায়। প্রথমত, বলবীর ভারতীয়। দ্বিতীয়ত, তিনি শিখ ধর্মের মানুষ। তবে তাঁর সঙ্গে কীভাবে জুড়ে যাচ্ছে এই হত্যালীলা কিংবা বিদ্বেষের গল্প (Hate Crime)? মূলত এই বিদ্বেষের কেন্দ্রবিন্দুতে ছিলেন আরবিয় মুসলমানরা। লাদেনের মাথায় পাগড়ি এবং দাড়িই যেন প্রতীক হয়ে উঠেছিল আরব সম্প্রদায়ের। সেই প্রতিচ্ছবির সঙ্গে পাঞ্জাবি শিখদের মিল থাকায়, এই বিদ্বেষের শিকার হয়েছিলেন বহু ভারতীয় শিখ। আর বলবীর ছিলেন সেই তালিকার প্রথম ব্যক্তি। ‘৯/১১ হেট ক্রাইম’-এরও প্রথম শিকার।

আরও পড়ুন
অভিশপ্ত ৯/১১ : মৃত্যুমুখ থেকে কোনোমতে বেঁচে ফিরেছেন যাঁরা

আর খুনি? হত্যাকারী ফ্র্যাঙ্ক সিলভা রক নিজেই ধরা দিয়েছিলেন পুলিশের কাছে। স্বীকার করে নিয়েছিলেন হত্যার কথা। অবশ্য পরে নিজের ভুল বুঝতে পারেন তিনি। সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হাজার হাজার মানুষের মৃত্যু, হাহাকার দেখার পর নিজের রাগ আয়ত্তে রাখতে পারেননি তিনি। ২০০৬ সালে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় মার্কিন আদালত। 

আরও পড়ুন
৯/১১-তেই অকুস্থল থেকে রহস্যময় অন্তর্ধান ভারতীয় তরুণীর, তারপর?

তবে শুধু বলবীর নন, ৯/১১-এর পর অসংখ্য এই ধরনের ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে। তাঁরাও তো পরোক্ষভাবে ৯/১১-রই ভিকটিম। অথচ, ইতিহাসের অন্যতম অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের শিলালিপি থেকে নীরবেই বাদ থেকে গেছেন তাঁরা…

আরও পড়ুন
অবিশ্বাস্য আত্মত্যাগ, পামীর প্রত্নক্ষেত্র বাঁচাতে জঙ্গিদের হাতে খুন প্রত্নতাত্ত্বিক

তথ্যসূত্রঃ
১. The first hate-crime attack after 9/11, BBC    
২. উইকিপিডিয়া    

Powered by Froala Editor