বন্ধ হতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার, ব্রাউসিং-এর ইতিহাসের অন্যতম অধ্যায়ে ইতি

কোনো ওয়েবসাইটের ইউআলএল টাইপ করে এন্টার। তারপর দীর্ঘ প্রতীক্ষা। কতক্ষণ পর সেই ওয়েবসাইটের পেজে পৌঁছানো যাবে তা জানা নেই কারোরই। বছর কুড়ি আগে যাঁদের পরিচয় হয়েছিল ইন্টারনেটের সঙ্গে, তাঁরা প্রত্যেকেই পরিচিত এই ঘটনার সঙ্গে। পরিচিত মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরারের সঙ্গে। এবার সেই অন্যতম প্রাচীন ব্রাউসারকেই সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল মাইক্রোসফট।

যাত্রা শুরু হয়েছিল ১৯৯৫ সালের ১৭ আগস্ট। তার ঠিক আড়াই দশক পর ১৭ তারিখেই এই ব্রাউসারকে তুলে নেওয়ার কথা ঘোষণা করল মাইক্রোসফট। প্রথমে অবশ্য টাকা দিয়েই কিনতে হত এই ব্রাউসার। তবে মাইক্রোসফট এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ব্যবহার এবং জনপ্রিয়তা বাড়ানোর জন্য পরবর্তীকালে এই সফটওয়্যারকে বিনামূল্যেই উইন্ডোজের সঙ্গে প্রদান করত মাইক্রোসফট। 

প্রতিটি উইন্ডোজ আপগ্রেডেশনের সঙ্গে নতুন নতুন ভার্সানও প্রকাশ করেছে মাইক্রোসফট। কিন্তু বাড়েনি ইন্টারনেট এক্সপ্লোরারের গতি। বাজারে তখন চলে এসেছিল গুগল ক্রোম এবং ফায়ারফক্সের মত ব্রাউসাররা। কম্পিউটারের নতুন উইন্ডোজ লাগানোর পরে কেবলমাত্র নতুন কোনো ব্রাউসার ডাউনলোডের জন্যই একটা সময় ব্যবহৃত হত ইন্টারনেট এক্সপ্লোরার। 

২০১৫ সালে উইন্ডোজ ১০-এর সঙ্গে মাইক্রোসফটের আনা ইন্টারনেট এক্সপ্লোরারের এজ ভার্সান ভেঙে দিয়েছিল ‘স্লো’-এর তকমা। তবে তাতেও পরিবর্তন হয়নি ব্যবহারকারীদের সংখ্যায়। শেষমেশ তাই পুরনো ইন্টারনেট ব্রাউসারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। ২০২১ সালের মার্চের পর থেকে আর ব্যবহার করা যাবে না ইন্টারনেট এক্সপ্লোরার কোনো ভার্সানই। তবে বেশ কিছু সরকারি অফিসে এখনও ব্যবহৃত হয় এই ব্রাউসার। কিছু ওয়েবসাইট একমাত্র ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমেই খোলে। তবে সেক্ষেত্রে অসুবিধার কিছুই নেই বলে জানিয়েছে মাইক্রোসফট। ইতিমধ্যেই এই ক্ষেত্রবিশেষে এজ-ক্রোমিয়াম বলে নতুন একটি ব্রাউসার সরবরাহ করবে মাইক্রোসফট।

আরও পড়ুন
উন্নত ইন্টারনেট প্রযুক্তি পেল আন্দামান; কতটা বদলাবে পরিস্থিতি?

তবে শেষ হয়েও হইল না শেষের মতোই ঠিক একবছর পরে স্বপ্রতিভায় ফিরবে মাইক্রোসফট, সে ভবিষ্যদ্বাণী আগে থেকেই করে রেখেছে বিল গেটসের কোম্পানি। ২০২১ সালের ১৭ আগস্ট অর্থাৎ এই ঘোষণার একবছর পর নতুন চেহারায় বাজারে আসবে আইই-১১। মাইক্রোসফটের নতুন ব্রাউসার। তবে তাতে ওয়ানড্রাইভ, অফিস কিংবা আউটলুকের মতো সফটওয়্যার ব্যবহার করা যাবে না। তবে আর কী কী বাড়তি সুবিধা মিলবে তা জানার জন্য এখনও অপেক্ষা করতে হবে দীর্ঘ একবছর... 

আরও পড়ুন
১০ বছরের মধ্যেই বন্ধ হবে কার্বন উৎপাদন, পরিবেশ বাঁচাতে ঘোষণা মাইক্রোসফটের

Powered by Froala Editor

আরও পড়ুন
বরফের নিচে সংরক্ষণ করা হবে সফটওয়্যার ও সোর্স কোড, সিদ্ধান্ত মাইক্রোসফটের