১০ বছরের মধ্যেই বন্ধ হবে কার্বন উৎপাদন, পরিবেশ বাঁচাতে ঘোষণা মাইক্রোসফটের

বর্তমান শতকের সবচেয়ে বেশি আলোচিত সমস্যা জলবায়ু পরিবর্তন। পরিবেশে ক্রমশ পরিত্যক্ত কার্বনের পরিমাণ বেড়ে যাওয়ায় বিপন্ন হচ্ছে ভারসাম্য। আর এসবের জন্য কারিগরি শিল্পকেই মূলত দায়ী করা হয়ে থাকে। তবে এর মধ্যেই বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছে অনেক সংস্থাই। সম্প্রতি এমনই পদক্ষেপ নিল বিশ্বের অন্যতম বৃহৎ কারিগরি সংস্থা মাইক্রোসফটও।

মাইক্রোসফটের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দশকের মধ্যে তারা কার্বন-নেগেটিভ উৎপাদন ব্যবস্থার দিকে এগোবে। প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই এই কোম্পানি কার্বন-নিউট্রাল উৎপাদন ব্যবস্থা গ্রহণ করেছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারে জোর দিয়ে আসছে মাইক্রোসফট কোম্পানি। গত সপ্তাহে কোম্পানির ব্লগে সংস্থার প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ একটি বিজ্ঞপ্তি মারফত জানান, আগামী দশকের মধ্যেই কোম্পানির উৎপাদন ব্যবস্থা কার্বন-নেগেটিভ করে তোলা হবে। সেইসঙ্গে ১৯৭৫ সালে প্রতিষ্ঠার সময় থেকে যে পরিমাণ কার্বন ছড়িয়েছে মাইক্রোসফট কোম্পানি, ২০৫০ সালের মধ্যে তা অপসারণ করে ফেলা হবে। অন্যান্য কারিগরি সংস্থাকেও কার্বন অপসারণের কাজে এগিয়ে আসতে বলেন স্মিথ। তবে এর জন্য অত্যন্ত ব্যয়বহুল প্রযুক্তির প্রয়োজন হয়। সেই কথা মাথায় রেখে ১ বিলিয়ন ডলারের একটি পৃথক ফান্ড তৈরির কথাও জানান তিনি।

পরিবেশরক্ষায় সরকারি ও নাগরিক উদ্যোগের পাশাপাশি কারিগরি সংস্থাগুলির এগিয়ে আসা জরুরি, এমন কথা অনেকেই বলেন। মাইক্রোসফটের এই উদ্যোগ তাই স্বাভাবিকভাবেই প্রশংসার দাবি রাখে।