প্রকাশ্য রাস্তায় ফ্যারাওদের মিছিল! বিরল আয়োজন মিশরে

মিশরের রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছেন ফ্যারাও। এমন দৃশ্য শুধু পিরামিডের গায়ের ছবিতেই দেখা যায়। তবে কিছুদিনের মধ্যেই কায়রো শহরে দেখা যেতে চলেছে এমন দৃশ্য। একজন নন, একসঙ্গে ১৮ জন ফ্যারাও এবং আরও ৪ জন রাজকর্মচারী কায়রো শহরের রাজপথে বেরোবেন মিছিল করে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। সঙ্গে থাকবেন ইজিপ্টের জনপ্রিয় চিত্রতারকারাও। করোনা অতিমারীর পর পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এমন উদ্যোগ, জানাচ্ছে ইজিপ্টের প্রত্নতত্ত্ব বিভাগ।

এতদিন ইজিপ্টের নানা মিউজিয়ামে ছড়িয়ে ছিল এই ২২টি মমি। তবে সম্প্রতি কায়রো শহরে তৈরি হওয়া ন্যাশানাল মিউজিয়াম অফ ইজিপ্সিয়ান সিভিলাইজেশনে জায়গা পেতে চলেছে একসঙ্গে। এঁদের মধ্যে আছেন ফ্যারাও দ্বিতীয় রামশের মতো বিখ্যাত চরিত্রও। বাকিরাও নিজের নিজের সময়ে খ্যাতির শীর্ষে উঠেছিলেন। মিশরের জনগণকে সেই ইতিহাস মনে করাতেই এই শোভাযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইজিপ্টের পুরাসামগ্রী বিভাগের মন্ত্রী এল-আনানি। তাঁর কথায়, ইজিপ্টের মানুষ যদি নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন না হয় তাহলে পর্যটন শিল্পও গড়ে উঠবে না।

অবশ্য ফ্যারাওদের মমি প্রকাশ্য রাস্তায় দেখা গিয়েছে আগেও। ১৮৮১ সালের পর যখন ইজিপ্টের নানা স্থানে আধুনিক মিউজিয়াম তৈরি হতে শুরু করল, তখনও মমিগুলি নিয়ে যাওয়া হত ঘোড়ার গাড়িতে। আর ফ্যারাও দ্বিতীয় রামশের মমি তো ঘুরে এসেছে প্যারিস পর্যন্ত। সেখানে বিমানবন্দরে ফ্যারাওকে অভিবাদন জানাতে উপস্থিত ছিলেন কাতারে কাতারে মানুষ। কিন্তু একসঙ্গে এতগুলি মমি নিয়ে শোভাযাত্রা ইতিহাসে এই প্রথম।

এই ঐতিহাসিক শোভাযাত্রাকে ঘিরে উদগ্রীব হয়ে আছেন পুরাতাত্ত্বিক এবং মিশর বিশেষজ্ঞরাও। এর ফলে বহু মানুষের সামনে প্রাচীন মিশরের গৌরবের কথা তুলে ধরা সম্ভব হবে বলেই মনে করছেন তাঁরা। তবে সাধারণ মানুষের মনের মধ্যে এখনও খানিকটা ভয় থেকেই গিয়েছে। মমির অভিশাপের কথা মনে মনে বিশ্বাস করেন অনেকেই। এর মধ্যেই রেল দুর্ঘটনা থেকে সুয়েজ খালে জট, সমস্ত ঘটনাতেই এই শোভাযাত্রার প্রস্তুতিতে বাধা পড়ার ইঙ্গিত দেখছেন তাঁরা। যদিও তাঁদের মধ্যে সচেতনতা তৈরি করে এই উদ্যোগ সফল করে তোলা যাবে বলেই আশাবাদী ইজিপ্ট সরকার।

আরও পড়ুন
মমির মুখে সোনার জিভ! কফিনের ঢাকনা খুলতেই অবাক প্রত্নতাত্ত্বিকরা

ছবি - ন্যাশনাল জিওগ্রাফিক

আরও পড়ুন
৫৭ হাজার বছর পুরনো নেকড়ের মমি উদ্ধার, জানা যাবে বিবর্তনের সম্পূর্ণ ইতিহাস

Powered by Froala Editor

আরও পড়ুন
মমি নেই, পড়ে আছে শত শত কফিন! আজব আবিষ্কার মিশরে