রাস্তার প্রাণীদের আইনি সুরক্ষা দিতে লড়াই দিল্লির স্টার্টআপের

চলতি বছরের শুরুতেই সংসদে পাশ হয়েছিল প্রাণী সুরক্ষা আইনের সংশোধনী বিল। প্রাণী নিষ্ঠুরতা ঠেকাতে বাড়ানো হয়েছিল শাস্তির পরিমাণ। তবে ৫ বছরের কারাদণ্ড থেকে ৭৫ হাজার টাকা জরিমানা— আইনে একাধিক পরিবর্তন এনেও আদৌ কি বদলাচ্ছে পরিস্থিতি? বলতে গেলে খাতায় কলমেই থেকে গেছে সেই আইন। রাস্তার প্রাণীদের বিরুদ্ধে এই হিংসা (Animal Cruelty) আটকাতেই এবার লড়াইয়ের ময়দানে নামল দিল্লির বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ল-শিখো’ (LawSikho)।

মূলত, অনলাইনেই আইনি শিক্ষা প্রদান করে থাকে দিল্লির এই এড-টেক স্টার্টআপটি। বিগত কয়েক বছরের মধ্যেই আইনি ক্ষেত্রে শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে ‘ল-শিখো’। তবে শুধু শিক্ষাপ্রদানই নয়, একই সঙ্গে প্রাণী সুরক্ষা ও অধিকারের হয়েও লড়াই করে যাচ্ছে এই সংস্থা। আর এই উদ্যোগে অন্যতম কাণ্ডারি সংস্থার বাঙালি সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রামানুজ মুখোপাধ্যায়।

রামানুজ নিজে পশুপ্রেমী হওয়ায় তাঁর নিজের বাড়িই হয়ে উঠেছে বহু প্রাণীর আশ্রয়কেন্দ্র। চমকে যেতে হয় ‘ল-শিখো’-র দিল্লির দপ্তরে গেলেও। সেই অফিসের মধ্যেই অবাধ বিচরণ রাস্তার বিড়াল, কুকুর এমনকি ময়ূরেরও। তাদের দৈনন্দিনের খাবারের বন্দোবস্তও করে থাকেন রামানুজ।

তবে এখানেই শেষ নয়। রামানুজের কথায়, প্রাণী সুরক্ষার প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্যস্তরে একাধিক আইন থাকলেও, সেগুলি কার্যকর নয়। সংশ্লিষ্ট পৌরসভা বা অন্য প্রশাসনিক কর্তৃপক্ষগুলিতে প্রাণী সুরক্ষার জন্য সেই মতো পরিকাঠামো নেই বলেই অভিযোগ তাঁর। নেই যথাযথ প্রাণী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাও। পাশাপাশি কোনোরকম নিষ্ঠুরতার ঘটনা ঘটলেও, তার প্রেক্ষিতে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের কিংবা এফআইআরও করান না সাধারণ মানুষ। এই সমস্যার সমাধানেও হাত লাগিয়েছে ‘ল-শিখো’। কোনো অঞ্চলে প্রাণী হিংসা বা নির্যাতনের ঘটনার খবর পেলে, আইনি ধারা অনুযায়ী পুলিশের খাতায় এফআইআর দায়ের করে দিল্লির এই সংস্থাটি। অভিযোগ জানায় প্রাণী সুরক্ষা বিভাগের উচ্চ কর্তৃপক্ষের কাছে। আদালতে আইনি লড়াইয়ের দায়ভারও বহন করেন তাঁরাই। সেইসঙ্গে রাস্তায় আহত কুকুর, বিড়াল কিংবা গবাদি পশুর সন্ধান পেলে ব্যবস্থা করা হয় যথাযথ চিকিৎসারও। সব মিলিয়ে এই সামগ্রিক অমানবিকতার বিরুদ্ধে চলেছেন বাঙালি আইনজীবী ও তাঁর প্রতিষ্ঠানের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়… 

আরও পড়ুন
‘অস্ট্রিয়া জীবনানন্দাই’, জীবনানন্দ দাশের নামে নামকরণ হল প্রাগৈতিহাসিক প্রাণীর

Powered by Froala Editor

আরও পড়ুন
২৪ বছর বয়সেই ৩০০-র বেশি পথের প্রাণীর আশ্রয়দাতা মহারাষ্ট্রের যুবক

More From Author See More