দলিত হয়েও উচ্চবর্ণের যুবতীর সঙ্গে প্রেম, রড ঢোকানো হল যুবকের মলদ্বারে

প্রথমত দলিত। তার ওপরে আক্রান্ত প্রেমের মতো ‘মানসিক অসুখ’-এ। তা শাস্তিযোগ্য অপরাধ ছাড়া আর কী-ই বা হতে পারে! আর সেই কারণেই লোহার রড ঢুকিয়ে দেওয়া হল বছর বাইশের এক যুবকের মলদ্বারে। হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটল উত্তরপ্রদেশে। আরও একবার নৃশংসতার চরমতম উদাহরণ দিল যোগীর রাজ্য।

ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের লখিমপুর খেড়ির টিকুনিয়া একালায়। বছর বাইশের স্নাতক হরেন্দ্র প্রস্তুতি নিচ্ছিলেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। সেখানেই এক উচ্চবর্ণের যুবতীর সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়েন তিনি। তবে বাধা হয়ে দাঁড়ায় প্রেমিকার পরিবার। এর আগে একাধিকবার তাঁকে হুমকিও দেওয়া হয় প্রেমিকার বাড়ি থেকে। সতর্ক করা হয়, হরেন্দ্র যেন কোনোরকম যোগাযোগ না রাখেন তাঁর সঙ্গে। তবে সরকারি চাকরির মাধ্যমেই যে পরিস্থিতি আয়ত্তে আসবে, সে ব্যাপারে আশাবাদী ছিলেন দলিত যুবক। 

বুধবার সকালে চাকরির প্রস্তুতির জন্যই ইনস্টিটিউশনে যাচ্ছিলেন হরেন্দ্র। সঙ্গে ছিলেন প্রেমিকাও। কিন্তু কোচিং-এ পৌঁছানো হল না আর। তার আগেই চড়াও হলেন প্রেমিকার বাবা এবং তিন ভাই। অকথ্য বাক-বিনিময় দিয়ে শুরু হলেও, ক্রমশ চড়তে থাকে উত্তেজনার পারদ। লাথি, ঘুঁষির পাশাপাশি বেল্ট, লাঠি দিয়েও চলে প্রহার। তবে সেখানেই থামল না বর্বরতা। থেঁতলে দেওয়া হল যৌনাঙ্গ, রড ঢুকিয়ে দেওয়া হল তাঁর মলদ্বারে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরেন্দ্র-র আত্মীয়রা। ততক্ষণ অকথ্য অত্যাচারে অচেতন হয়ে গেছেন তিনি। উদ্ধার করে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। থানাতেও অভিযোগ জানান তাঁর ভাই অনুজ। হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন গোপনাঙ্গে আঘাতের বিষয়টিকে। তবে আইনি-মেডিকেল পরীক্ষার আগেই একথা স্বীকার করতে চাইছেন না পুলিশ আধিকারিকরা। পুলিশের এহেন প্রতিক্রিয়াই এখন প্রশ্নের মুখে। গোটা বিষয়টাকেই কি লঘু করে দেখা হচ্ছে তবে? যদিও শুরু হয়েছে তদন্ত। এখনও পর্যন্ত তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আরও এক।

আরও পড়ুন
উত্তরপ্রদেশে প্রতি ৩ ঘণ্টায় একটি ধর্ষণ, বাংলার নারী-সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন আদিত্যনাথ!

চলতি বছরেই এমন আরও একটি ঘটনা ঘটেছিল লখিমপুরে। দলিত হওয়ার জন্য কুপিয়ে হত্যা করা হয়েছিল এক প্রেমিককে। সাম্প্রতিক নৃশংসতা যেন আরও একবার যোগীর রাজ্যের সামন্তবাদের দৃষ্টান্ত তুলে ধরল। বুঝিয়ে দিল, এতটুকু পাল্টায়নি মানসিকতা। পাশাপাশি 'লাভ জিহাদ' নিয়ে রাজনৈতিক নেতৃত্বদের বিদ্বেষমূলক মন্তব্য যে ভয়ঙ্কর প্রভাব ফেলছে সমাজে, তা টের পাওয়া যাচ্ছে প্রতিমুহূর্তে…

আরও পড়ুন
উত্তরপ্রদেশে রাস্তা নির্মাণের জন্য কাটা পড়বে ১ লক্ষ ৮৯ হাজার গাছ, জানাচ্ছে আরটিআই

Powered by Froala Editor