'ঘুমের দরজা ঠেলে' এল পুরস্কার, সাহিত্য অকাদেমি পেলেন চিন্ময় গুহ

প্রাবন্ধিক ও অনুবাদক হিসেবে তিনি বহুল পরিচিত। ফরাসি থেকে বাংলায় তাঁর অনুবাদকর্ম প্রশংসিত হয়েছে একাধিকবার। তিনি, অধ্যাপক চিন্ময় গুহ। ২০১৯ সালে সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হলেন তিনি।

প্রতিবছরই বাংলা, হিন্দি, ইংরাজি, মণিপুরী, পাঞ্জাবী সহ ভারতের ২৪টি ভাষার সাহিত্যিকদের দেওয়া হয় এই পুরস্কার। বুধবার দুপুরে দিল্লি থেকে ঘোষণা করা হয় সাহিত্য অকাদেমি প্রাপকদের তালিকা। ২০১৬ সালে সিগনেট প্রেস থেকে প্রকাশিত ‘ঘুমের দরজা ঠেলে’ বইটির জন্য বাংলায় সাহিত্য অকাদেমি পেলেন চিন্ময় গুহ।

তাঁর এই বইটিতে আসলে ৬৪টি গদ্যের একটি সংকলন। প্রতিটি গদ্যই শুরু হয়েছে রাত্রির আবহ দিয়ে। ফলে বইয়ের নামকরণও সার্থক। এই বইয়ে তিনি এনেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, শেকসপিয়ার, বঙ্কিমচন্দ্র, শেলি, ভলতেয়ার, রমাঁ রল্যাঁ, বোদল্যের, অবনীন্দ্রনাথ ঠাকুর, অন্নদাশঙ্কর রায়, অরুণ মিত্র, সত্যজিৎ রায়, বুদ্ধদেব বসু সহ আরও অনেকের প্রসঙ্গ।

ফরাসি ভাষাবিদ চিন্ময় গুহ একসময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের দায়িত্বেও ছিলেন। এছাড়াও সামলেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের প্রধানের পদও। এর আগে ফরাসি সরকারের পক্ষ থেকে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যাসাগর পুরস্কারও। আজ তাঁর সাহিত্য অকাদেমি প্রাপ্তিতে খুশির ছোঁয়া বাংলার সাহিত্যমহলেও।