বাঁশ দিয়ে সাইকেল! উদ্যোগ ছত্তিশগড়ে

ছত্তিশগড়ের বাস্তার জেলার সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ মাও-ইতিহাস। আজও মাওবাদীদের আক্রমণ কিংবা সংঘর্ষে বাস্তারে প্রাণ হারান বহু মানুষ। কাজেই সেই অর্থে শিল্পাঞ্চল গড়ে ওঠেনি ছত্তিশগড়ের এই প্রান্তিক জেলায়। এবার বাস্তারকে দিনবদলের স্বপ্ন দেখাচ্ছেন স্থানীয় উপজাতি সম্প্রদায়ের মানুষেরা। হাতিয়ার, হস্তশিল্প। লোহা কিংবা ইস্পাত নয়, বরং বাঁশ দিয়েই এবার সাইকেল (Bamboo Cycle) তৈরির কারখানা গড়ে উঠল বাস্তারে।

বাস্তারে বসবাসকারী অধিকাংশ মানুষই মূলত উপজাতি এবং আদিবাসী সম্প্রদায়ের। আর তাঁদের অধিকাংশেরই পেশা কৃষি। সেইসঙ্গে, একটা সময় বিভিন্ন হস্তশিল্পের প্রাচুর্য দেখা যেত বাস্তারে। মাটি, বাঁশ কিংবা পাটের তৈরি বিভিন্ন শিল্পকর্ম বাস্তার থেকে ছত্তিশগড় তো বটেই ছড়িয়ে পড়ত ভারতের বিভিন্ন অংশে। কিন্তু সংরক্ষণ এবং প্রচারের অভাবে ক্রমশ অবলুপ্তির পথে সেসব শিল্প। জীবিকা হারিয়েছেন বহু মানুষ।

এই ঐতিহ্যকে নতুন করে বাঁচিয়ে তুলতেই বিশেষ উদ্যোগ নেন জগদ্দলপুরের প্রযুক্তিবিদ ও ডিজাইনার আসিফ খান এবং তরুণ শর্মা। লক্ষ্য ছিল, স্থানীয় মানুষদের জীবিকার সুযোগ করে দেওয়া। বাঁচিয়ে তোলে বাস্তারের শতাব্দীপ্রাচীন হস্তশিল্পকে। আর সেটার জন্য বাঁশের শিল্পকেই বেছে নেন তিনি। তবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে। বাঁশ দিয়ে তৈরি করে ফেলেন বাইসাইকেলের মূল কাঠামো। পরীক্ষাগতভাবে তাঁর তৈরি সেই নকশা সফল হওয়ার পর আসিফ গড়ে তোলেন আস্ত একটি সংস্থা ‘নেচারস্কেপ’। 

বর্তমানে এই সংস্থার হাত ধরেই বাজার ছেয়েছে বাঁশের তৈরি সাইকেল ‘বাম্বুকা’ (Bambookaa)। পেটা লোহা, পাটের আঁশ এবং বেল মেটাল ব্যবহৃত হলেও, এই সাইকেল তৈরির মূল উপাদান বাঁশই। বাঁশের তৈরি হওয়ায় সাধারণ সাইকেলের থেকেও ‘বাম্বুকা’-র ওজন প্রায় ৬০ শতাংশ হালকা। যেখানে সাধারণ সাইকেলের ওজন হয় প্রায় ১৮ কেজি, সেখানে এই সাইকেলের গড় ওজন মাত্র ৮.২ কেজি। 

আরও পড়ুন
নিজে হাতে সোলার সাইকেল তৈরি করে চমক গুজরাটের স্কুলপড়ুয়ার

বহুদিন আগে থেকেই আফ্রিকার উপজাতি সম্প্রদায়ের মানুষদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় বাঁশের তৈরি সাইকেল। সেই মডেলকেই প্রযুক্তিগতভাবে আরও উন্নত করেছেন আসিফ। ফলে, বাঁশের তৈরি হলেও প্রায় ১০০ কেজিরও বেশি ভারবহনে সক্ষম বাস্তারে তৈরি এই সাইকেল। বাঁশের ওপর কেমিক্যাল ট্রিটমেন্ট করায়, স্থায়িত্ব বা দৃঢ়তার দিক থেকেও সাধারণ সাইকেলকে টেক্কা দেবে বাম্বুকা। পাশাপাশি, বাঁশ নমনীয় হওয়ায় ঝাঁকুনি প্রতিরোধেও সক্ষম এটি। 

আরও পড়ুন
সাইকেলে কেরালা থেকে লাদাখ, অভিনব জন্মদিন পালন অশীতিপরের

ইতিমধ্যেই ছত্তিশগড়ের বিভিন্ন দোকানে জায়গা করে নিয়েছে বাঁশের তৈরি এই সাইকেল। ধীরে ধীরে বাড়ছে জনপ্রিয়তাও। তবে এখনও পর্যন্ত কেবলমাত্র পুরুষদের বাইসাইকেলই তৈরি করছে বাস্তারের সংস্থাটি। পরবর্তীতে মহিলাদের জন্যও বিশেষ সাইকেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে ‘নেচারস্কেপ’-এর। এই শিল্পই বাস্তার তথা ছত্তিশগড়ের আর্থ-সামাজিক চেহারা বদলে দেবে আগামীতে, সে-ব্যাপারে যথেষ্ট আশাবাদী সংস্থার দুই প্রতিষ্ঠাতাই…

আরও পড়ুন
সাইকেলে খারদুংলা জয়, পরিবেশ বাঁচাতে বার্তা পুরুলিয়ার অক্ষয়ের

Powered by Froala Editor

More From Author See More