গাড়ির কাগজ দেখানো বাধ্যতামূলক নয় আর, নয়া নিয়ম ট্রাফিক ব্যবস্থায়

এবার ট্রাফিক আইনেও দিশা দেখাবে প্রযুক্তি। টেকনোলজিকে সঙ্গে নিয়েই পাশ হয়ে গেল নতুন সংশোধনী আইন। রাস্তায় নামলেও গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন, পলিউশন কন্ট্রোলের সার্টিফিকেট এবং ইনসিওরেন্সের কাগজ সঙ্গে না রাখলেও চলবে চালকদের। বরং পুরো ব্যবস্থাটাই এবার হয়ে যাচ্ছে ডিজিটাল। সরকারি ওয়েবসাইটের মাধ্যমেই হয়ে যাবে এই যাচাই করণের কাজ।

১৯৮৯ সালে কেন্দ্রীয় মোটরগাড়ি আইনের এই সংশোধন দেশে লাগু হতে চলেছে আগামী মাসের পয়লা তারিখ থেকেই। কেন্দ্রীয় সরকারের ‘এম-পরিবহন’ এবং ‘ডিজি-লকার’ এই দুই ওয়েবসাইটে কেবল চালকদের গাড়ি এবং ড্রাইভিং লাইসেন্সের সমস্ত নথি আপলোড করে রাখতে হবে তার জন্য। ট্রাফিক পুলিশের তদারকির দরকার পড়লে ওই ওয়েবসাইট থেকেই তাঁরা সেই কাজ করবেন। ফলে যাত্রী হয়রানির আশঙ্কা অনেকটাই কমে যাবে এতে। তবে পোর্টালে সমস্ত তথ্য আপলোড রাখা বাধ্যতামূলক নয়। কেউ চাইলে হার্ডকপিই রাখতে পারেন সঙ্গে। 

চালকের নামে ট্রাফিক পুলিশের কোনো মামলা থাকলে, তাও আপডেট হয়ে যাবে ওয়েবসাইটে। এছাড়াও কবে সেই লাইসেন্স বাজেয়াপ্ত হয়েছিল কিংবা গাড়ির অন্যান্য পরীক্ষা শেষ কবে করানো হয়েছিল, সেসবের তারিখও নথিভুক্ত থাকবে পোর্টালে। পোর্টালের মাধ্যমেই দেওয়া যাবে জরিমানাও। ফলে ট্রাফিক আইনের এই ই-করণের মাধ্যমে যে আইনি ব্যবস্থায় ফাঁক পড়ল, তেমনটা একেবারেই নয়...

ছবি ঋণ - ডিসিপি ট্রাফিক কলকাতা

Powered by Froala Editor