ভারতীয় সেনার ২০,০০০ কোটি টাকা বাঁচালেন বাঙালি প্রফেসর

বিদেশ থেকে আর আমদানি নয়, এই প্রথম ভারতীয় সেনাদের বুলেট প্রুফ জ্যাকেট তৈরি হবে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে। আর তাতেই বেঁচে যাবে কয়েক হাজার কোটি টাকা।

ভারতীয় সেনাদের আত্মরক্ষার জন্য যে বুলেটপ্রুফ জ্যাকেট তার নতুন ডিজাইন নিয়ে এলেন অধ্যাপক শান্তনু ভৌমিক। আগে জ্যাকেট আমদানি করা হতো আমেরিকা থেকে। এক একটির ওজন ছিল পনেরো থেকে আঠারো কেজি। মূল্য দেড় লক্ষ টাকা। ফলে খরচা হত বিপুল, কিন্তু এখন থেকে সেই টাকা বেঁচে যাবে পুরোপুরি।

এই জ্যাকেটটি পুরোপুরি এই দেশেই তৈরি করা হবে, যার দাম পঞ্চাশ হাজার টাকা। এর ফলে ভারতীয় সেনার প্রায় কুড়ি হাজার কোটি টাকা প্রতিবছর বেঁচে যাবে। নতুন এই জ্যাকেটটির ওজন আগের জ্যাকেটের থেকে ছ-সাত গুণ কম। নতুন জ্যাকেটের ওজন হবে মাত্র দেড় কেজি। কুড়িটি স্তর আছে এর মধ্যে এবং ভিতরে কার্বন ফাইবার থাকার ফলে সাতান্ন ডিগ্রি তাপমাত্রাতেও এটি পরা যাবে।

শান্তনু ভৌমিক কোয়েম্বাটোরের অমৃতা বিশ্ববিদ্যালয়ের এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের হেড। সরকারের অনুমোদন পেয়ে তিনি খুবই খুশি। এজন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সেনার ডেপুটি চিফ সুব্রত সাহাকে, যিনি তাঁর এই কাজে উৎসাহ দিয়েছেন প্রতিনিয়ত। অধ্যাপক ভৌমিক তাঁর এই নতুন ডিজাইনটি উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে।

ডিআরডি ও এবং ডিফেন্স মন্ত্রক-এর সহোযোগিতায় যৌথভাবে ডঃ ভৌমিক এই প্রকল্প শেষ করেছেন। স্বাধীনতার এত বছর পর এই প্রথম সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে সেনা জওয়ানদের জন্য জ্যাকেট তৈরি হল।