রাজ্যে সেরে উঠেছেন ৬০ শতাংশ করোনা আক্রান্ত, গড় সুস্থতার হার দেশের থেকেও বেশি

আনলক-১ পর্বের দিকেই এগোনো শুরু করেছে কেন্দ্র। সেই পথে বাংলাও। কিন্তু এর পিছনেই বারবার মানুষ আক্রান্ত হচ্ছেন ভাইরাসে। দেশে আক্রান্তের সংখ্যা যেমন পেরিয়ে গেছে চার লক্ষ। তেমনই বাংলায় ছাড়িয়েছে ১৪ হাজার। এই পরিস্থিতিতেও আশার কথা শোনাচ্ছেন পশ্চিমবঙ্গের চিকিৎসকরা। কারণ গতকালের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে সুস্থতার হার ৬০ শতাংশ। যা দেশের গড় সুস্থতার হারের (৫৫%) থেকেও খানিকটা বেশি।

গত তিন দিনেই সুস্থতায় ফিরেছেন ১৩৮৪ জন। রাজ্যের গড় পজিটিভিটির হার দু’সপ্তাহ আগে ছিল ২ শতাংশ। এখন সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৩.৫ শতাংশে। তবে তাঁর সঙ্গেই সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় গত চারদিনে সক্রিয় রোগীর গ্রাফ তলার দিকেই নামছে। যাতে কার্যত আশার আলোই দেখছেন বাংলা চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসকরা জানাচ্ছেন, শুরুর তুলনায় অনেকটাই কমেছে মৃত্যুর হারও। 

রাজ্য সচিব আলাপন মুখোপাধ্যায় গতকাল এক বিবৃতি দিতে গিয়ে উল্লেখ করেন সংক্রমণ বৃদ্ধি পেলেও সেই সঙ্গে বাড়ানো হয়েছে করোনা ভাইরাসের টেস্ট। এখন দৈনিক টেস্টের হার প্রায় ১০ হাজার। মোট পরীক্ষা করা হয়েছে ৪ লক্ষের বেশি মানুষের। মিলছে তারই ইতিবাচক ফলাফল। ভাইরাসের সংক্রমণের শুরুর দিকে যেখানে মাত্র ১টি টেস্ট ল্যাবরেটরি ছিল রাজ্যে, এখন সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে ৪৯-এ। গত একমাসে টেস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে তিনগুণ।

তবে আক্রান্তের সংখ্যার এই হঠাৎ বৃদ্ধির কারণ হিসাবে প্রশাসকরা মনে করছেন, অপরিকল্পিত ভাবে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা। তবে সুস্থতার হার ভালো থাকায় সংক্রমণকে আয়ত্তে আনা সম্ভব হবে দ্রুত, সে ব্যাপারে আশাবাদী রাজ্যের প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর। তবে সাধারণকেও সতর্ক হতে হবে আরও। মাস্কের ব্যবহার বাড়ালে এবং জনসমাবেশ বৃদ্ধি করলেই আসতে আসতে সেরে উঠবে রাজ্য, এমনই বার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা...

Powered by Froala Editor