বিতর্কের নয়া মোড়, বিহারের একটি অংশ নিজেদের বলে দাবি করল নেপাল

একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ, অন্যদিকে সীমান্ত সমস্যা। এই দুই-এর টানাপোড়েন চিন্তা বাড়িয়েছে দেশজুড়ে। দীর্ঘ বেশ কিছুদিন ধরেই চিনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে উত্তপ্ত লাদাখের পরিস্থিতিও। তারই মধ্যে নতুন করে বিতর্কের সূত্রপাত করল প্রতিবেশী দেশ নেপাল। বিহারের পূর্ব চম্পারণ জেলার একটি অংশ তাদের বলে দাবি নেপালের।

নেপাল সীমান্তে চম্পারণ জেলার ওই অঞ্চলে কিছুদিন আগে থেকেই চলছিল লাল বাকি নদীর ওপর বাঁধ নির্মানের কাজ। সম্প্রতি নেপালের বেশ কিছু সরকারি আধিকারিক বাধা দেন কাজে। দাবি করেন, ওই অঞ্চলে রয়েছে নেপালের অধিকার। বিহার সরকারের আধিকারিকরা প্রাথমিকভাবে মৌখিক কথা-বার্তায় সমস্যার সমাধানের জন্য এগোলেও সম্ভব হয়নি মধ্যস্থতা-স্থাপনের। বাধ্য হয়েই বিহার দ্বারস্থ হয় কেন্দ্রের। পাশাপাশি বিহারের জলদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন ওই অঞ্চলে নতুন করে বাঁধ নির্মাণ হচ্ছে না, চলছিল সারাইয়ের কাজ। বাঁধ ছিল বহুদিন আগে থেকেই। রয়েছে তার নথিও।

কিছুদিন আগেই নেপালের পার্লামেন্টে প্রকাশিত হয়েছিল একটি বিতর্কিত মানচিত্র। সেখানে সংযুক্ত করা হয়েছিল তিনটি ভারতীয় অঞ্চল। লিপুলেখ, কালাপানি এবং লিম্পুয়াধারা। কেন্দ্র কড়া ভাষায় তার প্রতিক্রিয়া দিয়েছিল আগেই। তবে ভারতের আপত্তি সত্ত্বেও পাশ হয়েছিল সে বিল। নেপাল সীমান্তে নেপাল পুলিশের গুলিতে প্রাণও গিয়েছিল দুই ভারতীয় নাগরিকের। এবার তারই মধ্যে আবার আরও একটি জায়গার দাবি করল নেপাল। কূটনীতিবিদরা মনে করছেন, ঘোলা জলে মাছ ধরতেই হাত বাড়াচ্ছে নেপাল। তবে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে নাকি আরো খারাপ হবে দুই দেশের সম্পর্ক, তার দিকেই চেয়ে সাধারণ মানুষ...

Powered by Froala Editor

আরও পড়ুন
ম্যান্ডেরিন ভাষা শেখালে তবেই মিলবে শিক্ষকদের মাইনে, চিনের প্রস্তাবে বিতর্কে নেপাল